For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন দলত্যাগী আরও এক! মুকুলের প্রতিক্রিয়ায় উল্টো জল্পনা

বিজেপিতে যোগদানের পর প্রথম উত্তরবঙ্গ সফরে এসে তৃণমূলে ভাঙন ধরিয়ে গিয়েছিলেন মুকুল রায়। এবার তাঁর শিলিগুড়ি সফরের আগে হঠাৎ করেই হাওয়া উল্টোদিকে বইতে শুরু করেছে।

Google Oneindia Bengali News

বিজেপিতে যোগদানের পর প্রথম উত্তরবঙ্গ সফরে এসে তৃণমূলে ভাঙন ধরিয়ে গিয়েছিলেন মুকুল রায়। এবার তাঁর শিলিগুড়ি সফরের আগে হঠাৎ করেই হাওয়া উল্টোদিকে বইতে শুরু করেছে। মুকুল রায়কে ধাক্কা দিয়ে ফের তৃণমূলত্যাগী নেত্রী শিখা চট্টোপাধ্যায় ঘরে ফিরতে পারেন বলে খবর রটেছে। আর তা শুনে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির পঞ্চায়েত নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়।

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন দলত্যাগী আরও এক! মুকুলের প্রতিক্রিয়ায় উল্টো জল্পনা

মঙ্গলবার শিলিগুড়ি সফরে গিয়েছেন মুকুল রায়। সেখানে তাঁর বিজেপির সাংগঠনিক বৈঠক রয়েছে। তার আগে মুকুল রায় সাংবাদিকদের মুখোমুখি হতেই ধেয়ে এল প্রশ্নটা। আবারও কি আপনার শিবিরে ধাক্কা দিয়ে এক নেত্রী তৃণমূলে ফিরছেন? পঞ্চায়েতের আগে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিখা চট্টোপাধ্যায়কে দলে ফেরাতে তৎপর তৃণমূল! ইতিমধ্যেই রঞ্জন শীলশর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে শিখাদেবীর মানভঞ্জনের জন্য।

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন দলত্যাগী আরও এক! মুকুলের প্রতিক্রিয়ায় উল্টো জল্পনা

[আরও পড়ুন:মমতা 'মরীচিকা'র পিছনে ছুটছেন! নেত্রীকে সাবধান 'বাণী' প্রাক্তন 'সেকেন্ড ইন কম্যান্ড' মুকুলের][আরও পড়ুন:মমতা 'মরীচিকা'র পিছনে ছুটছেন! নেত্রীকে সাবধান 'বাণী' প্রাক্তন 'সেকেন্ড ইন কম্যান্ড' মুকুলের]

তা শুনে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা দিলেন মুকুল রায়। তিনি বলেন, 'শিখা চট্টোপাধ্যায় একজন পরিণত রাজনৈতিক নেত্রী। দেখাই যাক না তিনি কী করেন। হয়তো দেখবেন উল্টোটাই হল। তৃণমূলের রঞ্জন শীলশর্মাই বিজেপিতে চলে এলেন! যদি সেরকম কিছু ঘটে- আবাক হবেন না।' মুকুলের কথায় নয়া জল্পনা তৈরি হল তাঁর শিলিগুড়ি সফরে।

মুকুল রায়ের বিগত সফরে তৃণমূল ছেড়ে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শিখা চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। মুকুল রায় নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নামার পরই গেস্ট হাউসে গিয়ে দেখা করেন শিখাদেবী। উভয়ের মধ্যে বৈঠকের পরই বিজেপিতে যোগদানের ব্যাপারটি চূড়ান্ত হয়ে যায়। সেইমতো বিজেপির সভামঞ্চে গিয়ে মুকুল রায় ও দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিখাদেবী। তিনি আগেই তৃণমূল জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলেন।

এবার মুকুল রায়ের সফরে তাঁর ঘরে ফেরা নিয়ে কথা হচ্ছে। এর আগে একাধিক নেতা-নেত্রী মুকুল রায়ের শিবির ছেড়ে ফিরে গিয়েছেন তৃণমূলে। সে অর্থে কোনও বড় নেতা-নেত্রীকে মুকুল রায় এখন ভাঙিয়ে নিয়ে যেতে পারেনি নিজের পুরনো দলের। পশ্চিম মেদিনীপুরের রাধাকান্ত মাইতির মতো শিখাদেবীও যদি তৃণমূলে ফেরেন, পঞ্চায়েতের আগে জোর ধাক্কা খাবেন মুকুল রায়। তৃণমূল সেই চেষ্টাই চালাচ্ছে।

English summary
Mukul Roy reacts on Shikha Chatterjee’s party change at Siliguri . He gives message to break TMC more before panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X