For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কন্টাইনমেন্ট জোনের সংজ্ঞা নিয়ে প্রশ্ন! তেলেনিপাড়ার ঘটনার মোকাবিলা নিয়ে মমতাকে উপদেশ মুকুলের

কন্টাইনমেন্ট জোনের সংজ্ঞা নিয়ে প্রশ্ন! তেলেনিপাড়ার ঘটনার মোকাবিলা নিয়ে মমতাকে উপদেশ মুকুলের

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের কন্টাইনমেন্ট জোনের সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি অভিযোগ করেছেন কন্টাইনমেন্ট জোনের সংজ্ঞা বদলে দিচ্ছে রাজ্য সরকার। তিনি পিএম কেয়ার্স ফান্ড থেকে ৫০ হাজার ভেন্টিলেটর কেনার জন্য টাকা বরাদ্দের কথা তুলে ধরেছেন।

রাজ্যের কন্টাইনমেন্ট জোনের ব্যাখ্যা নিয়ে কটাক্ষ মুকুলের

রাজ্যের কন্টাইনমেন্ট জোনের ব্যাখ্যা নিয়ে কটাক্ষ মুকুলের

মুকুল রায়ের অভিযোগ রাজ্য সরকার এমনভাবে কন্টাইনমেন্ট জোনের ব্যাখ্যা দিচ্ছে তাতে মনে হচ্ছে যে বাড়িতে সংক্রমণ ছড়িয়েছে, সেই কন্টাইনমেন্ট জোন। এই কারণেই শুরু থেকেই কলকাতায় সংক্রমণ ছড়িয়েছে বলেও অভিযোগ করেন মুকুল রায়। তিনি বলেন, তাহলে বলা যেতে পারে কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। তাঁর প্রশ্ন এই আক্রান্তের সংখ্যা বাড়ল কেন। তাঁর মতে প্রথম দিন থেকেই লকডাউন সঠিকভাবে প্রয়োগ হলে এই অবস্থা তৈরি হত না। তিনি বলেন, কোথায় কোথায় কন্টাইনমেন্ট জোন করা হচ্ছে তা জানানো হোক।

কোনও লড়াই মানুষকে ছাড়া হয় না

কোনও লড়াই মানুষকে ছাড়া হয় না

মুকুল রায় বলেন, কোনও লড়াই মানুষকে ছাড়া হয় না। এব্যাপারে বিজেপি সাংসদ ও বিধায়কদের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। তিনি বলেছেন মানুষের কাছে জনপ্রতিনিধিদের যেতে দেওয়া হচ্ছে না। সমস্ত জন প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তেলেনিপাড়া, হরিশ্চন্দ্রপুর, বারুইপুরের মতো ঘটনার মোকাবিলা করা যেত বলে মন্তব্য করেছেন তিনি।

মমতাকে অনুরোধ

মমতাকে অনুরোধ

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুকুল রায়ের অনুরোধ কোভিডের বিরুদ্ধে লড়াইটা উনি সবাইকে নিয়ে লড়ুন। যাতে সবাই তাতে অংশগ্রহণ করতে পারেন। মুকুল রায় কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী দেশকে উল্লেখযোগ্য স্থানে নিয়ে গিয়েছেন বলে দাবি করেন।

কেন্দ্রে বিমাতৃসুলভ আচরণ করেনি

কেন্দ্রে বিমাতৃসুলভ আচরণ করেনি

মুকুল রায় দাবি করেন, কেন্দ্র কোনওভাবেই কোভিডের মোকাবিলায় রাজ্য সরকারের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে ও রাজ্যের সম্পর্ককে অস্থিরতার মধ্যে ফেলছেন। যা কোনও অবস্থাতেই কাম্য নয়। মন্তব্য করেছেন তিনি।

 সুপার সাইক্লোন রূপে ধেয়ে আসছে 'আম্ফান’, করোনা ভয়ে আড়ষ্টরা সাইক্লোন সেন্টারে যেতে নারাজ সুপার সাইক্লোন রূপে ধেয়ে আসছে 'আম্ফান’, করোনা ভয়ে আড়ষ্টরা সাইক্লোন সেন্টারে যেতে নারাজ

English summary
Mukul Roy questions State Govt's Containment Zone definition. He also criticised sate govts steps to face Telenipara situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X