For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন পুরসভা ভোটে কী হতে পারে ফল, উপনির্বাচনে হারের পর জানালেন মুকুল

লোকসভা ভোটে তৃণমূলকে মাত দেওয়ার পর থেকে সাফল্যের মুখ দেখেনি বিজেপি। রাজ্যে তিনটি কেন্দ্রে উপনির্বাচনে বিজেপিকে হার মানতে হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটে তৃণমূলকে মাত দেওয়ার পর থেকে সাফল্যের মুখ দেখেনি বিজেপি। রাজ্যে তিনটি কেন্দ্রে উপনির্বাচনে বিজেপিকে হার মানতে হয়েছে। তৃণমূল ফের ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে এই নির্বাচনে। তবে ২০২০-র প্রথম দিনেই আসন্ন পুরসভা নির্বাচনে তৃণমূলকে ফের একবার হারানোর বার্তা দিলেন মুকুল রায়।

অবাধ ও স্বচ্ছ নির্বাচন হলে

অবাধ ও স্বচ্ছ নির্বাচন হলে

মুকুল রায় বলেন, যদি ফ্রি অবাধ ও স্বচ্ছ নির্বাচন হয়, মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তবে পুরসভা নির্বাচনেও জিতবে বিজেপি। একথা দায়িত্ব নিয়েই বলছি, রাজ্যে তৃণমূলের শেষের দিনের শুরু হয়ে গিয়েছে। আর জিতবে না তৃণমূল কংগ্রেস। এবার শুধু হারের পালা।

মিনি বিধানসভা নির্বাচন জিততে

মিনি বিধানসভা নির্বাচন জিততে

উল্লেখ্য, এ বছরই রাজ্যে কলকাতা-সহ ১০৮টি পুরসভায় ভোট হবে। সেই ভোটকে মিনি বিধানসভার আখ্যা দিয়েছেন অনেকেই। মুকুল রায় এই মিনি বিধানসভা নির্বাচন জিততে বদ্ধপরিকর। তিনি বছরের প্রথম দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরসভা নির্বাচনে হারানো চ্যালেঞ্জ ছুড়লেন।

মমতা মানুষকে বিভ্রান্ত করছেন

মমতা মানুষকে বিভ্রান্ত করছেন

মুকুল রায় বলেন, মমতার শাসনে বাংলায় গণতন্ত্র নেই। তাই রাজ্যে আগুন জ্বলছে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তৃণমূলের বিরোধিতারও কোনও যুক্তি নেই। তৃণমূলে্র বিরোধিতা করে তিনি প্রশ্ন তুলে মুকুল বলেন, মমতা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন।

মহাকাশ যাত্রার জন্য চলতি বছরেই চার ভারতীয় বায়ু-সেনা আধিকারিককে প্রশিক্ষণ রাশিয়ার মহাকাশ যাত্রার জন্য চলতি বছরেই চার ভারতীয় বায়ু-সেনা আধিকারিককে প্রশিক্ষণ রাশিয়ার

English summary
BJP leader Mukul Roy predicts what can be result of Municipal Election of 2020. He says BJP will win in Municipal Election if vote is free and fare
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X