For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এ তৃণমূলের আসনপ্রাপ্তি নিয়ে মতবদল মুকুলের! নয়া ভবিষ্যদ্বাণীতে চর্চা

২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাপ্তি নিয়ে ফের ভবিষ্যদ্বাণী করলেন মুকুল রায়। তিনি ফের মতবদল করে জানালেন তৃণমূল কংগ্রেস কতগুলি আসন পেতে পারে।

  • |
Google Oneindia Bengali News

২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাপ্তি নিয়ে ফের ভবিষ্যদ্বাণী করলেন মুকুল রায়। তৃণমূল-ত্যাগী বিজেপি নেতা ফের মতবদল করে জানালেন তৃণমূল কংগ্রেস কতগুলি আসন পেতে পারে এবার বিধানসভা নির্বাচনে। দিন ২০ আগে এনআরসির মঞ্চ থেকে তিনি তৃণমূলকে ৬০টি আসন দিলেও, মুর্শিদাবাদে গিয়ে বললেন তৃণমূল ৩০টিও পাবে না।

২০২১-এ ৩০টিও পাবে না তৃণমূল

২০২১-এ ৩০টিও পাবে না তৃণমূল

সম্প্রতি মুর্শিদাবাদের এক অনুষ্ঠানে মুকুল রায় বলেন, তৃণমূল কংগ্রেস এবার ৩০টি আসনও পাবে না। অর্থাৎ তৃণমূলের বিরোধী আসনে বসার অধিকারও থাকবে না এবার। রাজ্য সরকারে মুখে মানুষের কথা বললেও, মানুষের জন্য কোনও কাজ করে না। কেন্দ্র কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা করেছিল, রাজ্যের গাফিলতিতে তা থেকে বঞ্চিত হচ্ছে মানুষজন।

এর আগে ৬০-এর তত্ত্ব ছিল মুকুলের

এর আগে ৬০-এর তত্ত্ব ছিল মুকুলের

মুকল বলেন, ২০১৯-এ আমরা ২৩ থেকে ২৬টি আসন পাওয়ার টার্গেট করেছিলাম। কিন্তু আমরা ১৮ পর্যন্ত উঠতে পেরেছিলাম। ২ থেকে ১৮ প্রাপ্তিতে বাংলায় আমাদের শক্তি দেখাতে সমর্থ হয়েছিলাম। এবার বিধানসভা নির্বাচনেও বলছি, তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের মধ্যে ৬০টি আসন পাবে না।

৩০ থেকে বেড়ে ৬০, আবার ৩০

৩০ থেকে বেড়ে ৬০, আবার ৩০

মুকুল রায় এর আগে বলেছিলেন, তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দলের মর্যাদাও পাবে না। অর্থাৎ ৩০টি আসনও পাবে না তৃণমূল। এনআরসির মঞ্চে অমিত শাহের উপস্থিতিতে বলেছিলেন তৃণমূল বড়জোর পেতে পারে ৬০টি আসন। এবার মুর্শিদাবাদে গিয়ে বললেন ৩০টিও পাবে না তৃণমূল।

ভবিষ্যদ্বানীর বারবার বদল কেন, প্রশ্ন

ভবিষ্যদ্বানীর বারবার বদল কেন, প্রশ্ন

স্বল্প দিনের মধ্যেই বিজেপি নেতা মুকুল রায় তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে মতবদল করছে। কিন্তু কেন? কেন তিনি বারবার মতবদল করছেন? লোকসভায় তৃণমূল কংগ্রেস ধাক্কা খাওয়ার পর বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। তখন মুকুল রায় উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন তৃণমূল এবার ৩০টি আসনও পাবে না।

মুকুলের নয়া ভবিষ্যদ্বাণীতে জোর চর্চা

মুকুলের নয়া ভবিষ্যদ্বাণীতে জোর চর্চা

তখন না হয়, যাঁরা তৃণমূলে ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে, তাঁরা আবার কামব্যাক শুরু করেছেন পুরনো দলে। তার ফলেই মুকুল ভাষ্যে তৃণমূলের প্রাপ্তি দ্বিগুণ হয়েছিল। কিন্তু এখন আবার ২০ দিনের মধ্যে কী করে পুরনো সংখ্যায় ফিরে গেলেন মুকুল? তা নিয়েই জোর চর্চা চলছে।

English summary
Mukul Roy predicts TMC can get hardly 30 seats in 2021 Assembly Election. He says this prediction again in Murshidabad,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X