For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এ তৃণমূল ক’টি আসন পাবে, লোকসভায় বিপর্যয়ের পর স্পষ্ট করলেন মুকুল

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচেন বাংলায় গেরুয়া উত্থান ঘটেছে। এবার পাখির চোখ ২০২১ বিধানসভা নির্বাচন। তার আগে ২০২১-এ তৃণমূলের হাল কী হবে, তার আভাস দিলেন মুকুল রায়।

Google Oneindia Bengali News

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচেন বাংলায় গেরুয়া উত্থান ঘটেছে। এবার পাখির চোখ ২০২১ বিধানসভা নির্বাচন। তার আগে ২০২১-এ তৃণমূলের হাল কী হবে, তার আভাস দিলেন মুকুল রায়। তিনি বলেন, বিধানসভা ভোটের আগে বাংলাজুড়ে গেরুয়া ঝড় বইছে। তাই চিন্তা বেড়েছে মমতার। আর নেত্রীর চিন্তা আরও বাড়িয়ে মুকুল জানিয়ে দিলেন, কত আসন পাবে তৃণমূল।

বিধানসভা ভোটেই সবকিছুর জবাব

বিধানসভা ভোটেই সবকিছুর জবাব

লোকসভায় ধাক্কা খেয়ে প্রশান্ত কিশোরকে ভোট কৌশলী হিসেবে নিয়োগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন থেকেই তৃণমূলের জন্য স্ট্র্যাটেজি নিরূপণ করছেন। সাধারণ মানুষের মন পাওয়ার চেষ্টা করছেন। তাঁর পরামর্শেই জনসংযোগ কর্মসূচি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নজরুল মঞ্চে সেই জনসংযোগ বার্তা দেওয়ার পর মুকুল রায় বলেন বিধানসভা ভোটেই সবকিছুর জবাব পেয়ে যাবে তৃণমূল।

প্রশান্ত কিশোরের নিয়োগ নিয়ে মুকুল

প্রশান্ত কিশোরের নিয়োগ নিয়ে মুকুল

বাঁকুড়ার সভা থেকে প্রশান্ত কিশোরের নিয়োগ নিয়ে মুখ খুলে মুকুল রায় বলেন, প্রশান্ত কিশোর নতুন কিছু করতে পারবেন না। আর তৃণমূলকে তিনি আইসিইউ থেকে বের করতেও পারবেন না। তৃণমূলের পতন অবশ্যম্ভাবী। বাংলার মানুষ তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ক্ষমতায় আর ফিরতে পারবে না তৃণমূল।

তৃণমূল তিরিশটা আসনও পাবে না

তৃণমূল তিরিশটা আসনও পাবে না

মুকুল রায় বলেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল তিরিশটা আসনও পাবে না। তাই তৃণমূল এবার ফিনিশ হবেই, এমনকী বিরোধী দলের মর্যাদাও জুটবে না তৃণমূলের। তাঁর যুক্তি, উত্তরবঙ্গে তৃণমূল শেষ। এবার দক্ষিণবঙ্গেও তৃণমূল শেষের পথে। লোকসভা নির্বাচনে ২ কোটি ৩০ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। তারপর তৃণমূল যেভাবে ভাঙছে, তৃণমূলের পক্ষে ৩০টি আসনও জেতা এবার মুশকিল।

[আরও পড়ুন: মুকুলের শাঁখের করাত! একদিকে জেরার নোটিশ, অন্যদিকে জারি গ্রেফতারি পরোয়ানা][আরও পড়ুন: মুকুলের শাঁখের করাত! একদিকে জেরার নোটিশ, অন্যদিকে জারি গ্রেফতারি পরোয়ানা]

English summary
Mukul Roy predicts how many seats TMC will win in Assembly election 2021. Mukul Roy criticizes Mamata Banerjee on Prashant Kishor appointment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X