For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল খেল জারি বাংলায়, মমতার দলের আরও এক বিধায়ক নাম লেখালেন বিজেপিতে

সুনীল সিংয়ের পর আরও এক তৃণমূল বিধায়ক নাম লেখালেন বিজেপিতে। ২৪ ঘণ্টার ব্যবধানেই জোড়া ঝটকা তৃণমূলে।

Google Oneindia Bengali News

সুনীল সিংয়ের পর আরও এক তৃণমূল বিধায়ক নাম লেখালেন বিজেপিতে। ২৪ ঘণ্টার ব্যবধানেই জোড়া ঝটকা তৃণমূলে। বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস মঙ্গলবার মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র হাত ধরে যোগদান করলেন গেরুয়া শিবিরে। ফলে তৃণমূলে অবিরত রক্তক্ষরণ চলছে। আর এই দলবদলের নেপথ্যে একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়।

মুকুল খেল, আরও এক তৃণমূল বিধায়ক নাম লেখালেন বিজেপিতে

সুনীল সিংয়ের যোগদানের পরই অর্জুন সিং কটাক্ষ করেছিলেন দিদিমণির বাজার শেষ। ৬ মাসের মধ্যে ভেঙে পড়বে রাজ্যের তৃণমূল সরকার। তৃণমূলের নাম ও নিশান কিছুই থাকবে না বাংলায়। তারপরই ফের উত্তর ২৪ পরগনা জেলার আর এক বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপিতে যোগ দিলেন।

লোকসভা ভোটের পর থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে দলবদলের খবর বড্ড ক্লিসে হয়ে গিয়েছে। এদিন নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছেড়েছিলেন, যাঁরা চলে যেতে চান তাঁরা তাড়াতাড়ি চলে যান। দরজা খোলা আছে। তিনি বলেন, এক জন চলে গেলে তিনি ৫০০ জনকে তৈরি করবেন।

আর এর অদ্যবধি পরেই বিশ্বজিৎ দাসের যোগদানের সম্ভাবনা। তিনি বনগাঁ পুরসভায় ১২ জন কাউন্সিলর নিযে দল ছাড়েন। ফলে বনগাঁ পুরসভাও তৃণমূলের হাতছাড়া হয়ে যেতে বসেছে। এভাবেই এক একজন বিধায়ক দল ছাড়ছেন, এক একটা পুরসভা হাতছাড়া হচ্ছে কাউন্সিলরদের দলত্যাগে। তবে এই ভাঙ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে শঙ্কিত নন, তাও জানিয়ে দিয়েছেন।

English summary
Mukul Roy master strokes Mamata Banerjee to join a MLA in BJP. Bangaon’s MLA Biswajit Das joins in BJP leaving TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X