For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের সঙ্গ ছেড়ে ‘ঘর’-এ ফিরছেন ওঁরা, বিজেপিতে ভাঙন ধরিয়ে ‘উল্লাস’ বিধায়কের

পঞ্চায়েত ভোটের পর মুকুলের এলাকায় ফের থাবা বসাল তৃণমূল। তৃণমূলী ‘হানা’য় বিজেপির একটা বড় অংশে ভাঙন ধরল নোয়াপাড়ায়।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোটের পর মুকুলের এলাকায় ফের থাবা বসাল তৃণমূল। তৃণমূলী 'হানা'য় বিজেপির একটা বড় অংশে ভাঙন ধরল নোয়াপাড়ায়। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভার মোহনপুরে বিজেপির এই ভাঙনে রীতিমতো শোরগোল পড়েছে রাজ্য-রাজনীতিতে। সঙ্গীসাথীরা ফিরে যাওয়ায় স্বভাবতই চাপে পড়ে গিয়েছেন মুকুল রায়। এই দলবদলের ফলের নোয়াপাড়ার বিজেপির সংগঠনও দুর্বল হয়ে পড়ল বলে রাজনৈতিক মহলের অভিমত।

মুকুলের সঙ্গ ছেড়ে ‘ঘর’-এ ফিরছেন ওঁরা, বিজেপিতে ভাঙন ধরিয়ে ‘উল্লাস’ বিধায়কের

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র তৃণমূলত্যাগী মুকুল রায়ের নিজের মহকুমা এলাকা। সম্প্রতি এই কেন্দ্রে উপনির্বাচনে জোর ধাক্কা খানা মুকুল রায়। মুকুল রায়ের বিজেপি প্রার্থী এখানে দাঁত ফোটাতে পারেননি। উল্টে তৃণমূল কংগ্রেস এই আসনটি দখল করেছে বিপুল ব্যবধানে জিতে। তারপর ফের নোয়াপাড়ায় বিজেপিতে ভাঙন ধরিয়ে মুকুল রায়কে বার্তা দিলেন নোয়াপাড়ার বিধায়ক।

পঞ্চায়েত জঙ্গলমহলে বেশ কতকগুলি গ্রাম পঞ্চায়েত দখল করে যখন রাজ্যে ঘাঁটি গেড়ে বসার স্বপ্ন দেখতে শুরু করেছে বিজেপি, তখন মুকুলের গড়ে এইরকম ভাঙনে হতাশ গেরুয়া শিবির। কেননা দলবদলে তৃণমূলে ফিরে যাওয়ার তালিকায় রয়েছেন অন্তত ১০ জন নেতা। তাঁদের সঙ্গে রয়েছেন অনুগামীরা।

এদিন মোহনপুরে তৃণমূল কংগ্রেসের একটি নবনির্মিত কার্যালয়ের দ্বারোদ্ঘাটন হয়। সেই অনুষ্ঠানেই বিধায়ক সুনীল সিং, উত্তর বারাকপুর পুরপ্রধান মলয় ঘোষ, গারুলিয়া পুরসভার উপপ্রধান সুব্রত মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানেই বিজেপির এক ঝাঁক নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেন।

বিধায়ক সুনীল সিং জানান, বিজেপি নেতা-কর্মীদের এইভাবে দলে দলে তৃণমূলে যোগ দেওয়ার মূল কারণ হলেন মুকুল রায়। মুকুল রায়ের সঙ্গে নিচুতলায় যে সমস্ত নেতা কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, তাঁরা এখন ভুল বুঝতে পারছেন। ভুল বুঝতে পেরেই তাঁরা ঘরে ফিরছেন।

মুকুল রায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে কিছুই পাননি। মুকুল রায় যখন দল ছেড়েছিলেন তখন তিনি সহ-সভাপতি ছিলেন। এখন বিজেপিতে যাওয়ার পর বছর ঘুরতে চললেও মুকুল রায় কোনও পদই পাননি। ফলে ওই দলে যে মুকুল রায়ের কোনও ভবিষ্যৎ নেই, তা বুঝে গিয়েছেন কর্মীরা।

মুকুল রায়ের সঙ্গে দল ছাড়া তাঁদের ভুল হয়েছিল মেনে নিয়েই ঘরে ফিরছেন কর্মীরা। ভুল ভেঙে যাওয়ায় তাঁরা ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় প্রকৃত উন্নয়নের দিশারি হতে চাইছেন। বিধায়ক সুনীল সিং বলেন, আগামী দিনে গেরুয়া শিবিরে আরও বড় ভাঙন ধরতে চলেছে।

[আরও পড়ুন: বিজেপির বাড়বাড়ন্তে হাত মমতার! ফেসবুকে বোমা ফাটালেন কংগ্রেস নেতা, বার্তা রাহুলকে ][আরও পড়ুন: বিজেপির বাড়বাড়ন্তে হাত মমতার! ফেসবুকে বোমা ফাটালেন কংগ্রেস নেতা, বার্তা রাহুলকে ]

[আরও পড়ুন: মোদীতে আপ্লুত সংখ্যালঘু ভোটব্যাঙ্ক, কত সংখ্যালঘু ভোট মিলবে এবার, খতিয়ান নকভির][আরও পড়ুন: মোদীতে আপ্লুত সংখ্যালঘু ভোটব্যাঙ্ক, কত সংখ্যালঘু ভোট মিলবে এবার, খতিয়ান নকভির]

English summary
Mukul Roy is in trouble because BJP is broken in Noapara of North 24 Pargana. 10 leaders and plenty of workers joins in TMC leaving BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X