For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুল ছেড়ে তবে কি ভুল করেছেন কাঁচরাপাড়ার ‘কাঁচাছেলে’! বিজেপিতে হতাশ মুকুলপন্থীরা

তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে এবারও শিকে ছিঁড়ছে না মুকুল রায়ের কপালে। তাঁর সাংসদ হওয়া কিংবা মন্ত্রিত্ব লাভ এখন দূর অস্ত বলেই মনে হচ্ছে অনুগামীদের কাছে।

Google Oneindia Bengali News

সর্বভারতীয় পদ থেকে আঞ্চলিক নেতা হয়েছেন, খুইয়েছেন সাংসদ পদও। আসন্ন রাজ্যসভার ভোটের আগেই তাই আশা জাগিয়েছিলেন অনেক, কিন্তু সেই আশা কার্যত জলে যেতে বসেছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে এবারও শিকে ছিঁড়ছে না মুকুল রায়ের কপালে। তাঁর সাংসদ হওয়া কিংবা মন্ত্রিত্ব লাভ এখন দূর অস্ত বলেই মনে হচ্ছে অনুগামীদের কাছে।

ফুল ছেড়ে তবে কি ভুল করেছেন কাঁচরাপাড়ার ‘কাঁচাছেলে’! বিজেপিতে হতাশ মুকুলপন্থীরা

[আরও পড়ুন: ১০০ দিনে কাজে দেশের সেরা বাংলাই, পঞ্চায়েত ভোটের আগে মমতাকে স্বীকৃতি খোদ মোদী সরকারের][আরও পড়ুন: ১০০ দিনে কাজে দেশের সেরা বাংলাই, পঞ্চায়েত ভোটের আগে মমতাকে স্বীকৃতি খোদ মোদী সরকারের]

রাজ্যে সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের গুরু দা্য়িত্ব বর্তেছে মুকুল রায়ের উপর। কিন্তু বারবার আশ্বাস সত্ত্বেও পদ মেলেনি। ভিন রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ করা হতে পারে তাঁকে, এমনও সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে মুকুল রায় বিজেপির ব্রাত্যের তালিকায়। বিজেপি শুধু তাঁকে দিয়ে কাজ হাসিল করাতে চাইছে। কিন্তু এখনও কেনও পদ না মেলায় মুকুলপন্থীরা চূড়ান্ত হতাশ।

বিজেপির একাংশ মনে করছে, মুকুল রায়ের পদহীনতা রাজ্যে তাঁদের সংগঠন বাড়াতে অন্তরায় হবে। তৃণমূল বা কংগ্রেস ছেড়ে মুকুল অনুগামী নেতারা আসতে চাইবেন না বিজেপিতে। ফলে মুকুল রায়কে দলে নেওয়ার ফায়দা সে অর্থে তোলা সম্ভব হবে না। কিন্তু তা সত্ত্বেও মুকুল রায়কে এখনও পর্যন্ত দলীয় কোনও পদ দেয়নি বিজেপি। এমনকী সাংসদ বা মন্ত্রিত্ব মিলছে না। অনেকেই মনে করেছিলেন, সাংসদ বা মন্ত্রী করা হবে বলেই, তাঁকে দলীয়ী কোনও পদ দেওয়া হয়নি। এখন সেই সম্ভাবনাও ভেস্তে যেতে বসেছে।

ফুল ছেড়ে তবে কি ভুল করেছেন কাঁচরাপাড়ার ‘কাঁচাছেলে’! বিজেপিতে হতাশ মুকুলপন্থীরা

[আরও পড়ুন:মমতার রাজ্যে নিজের শহরেই নিরাপত্তহীনতা! মেয়রের অভিযোগ ঘিরে চাঞ্চল্য][আরও পড়ুন:মমতার রাজ্যে নিজের শহরেই নিরাপত্তহীনতা! মেয়রের অভিযোগ ঘিরে চাঞ্চল্য]

আসন্ন রাজ্যসভা নির্বাচনে ইতিমধ্যে ২৪ আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। দু-দফায় ঘোষিত প্রার্থী তালিকায় নাম নেই মুকুল রায়ের। বুধবার ঘোষিত হয়েছে ৬ জনের নাম। আর রবিবার ঘোষণা করা হয় ১৮ জনের নাম। কিন্তু তারা মধ্যে মুকুল রায়ের নাম না থাকায় চূড়ান্ত হতাশা ব্যক্ত করেছেন মুকুল অনুগামীরা। শুধু অনুগামীরাই নন, বিজেপির একাংশ মনে করেছিল মুকুল রায় রাজ্যসভার সাংসদ হলে বঙ্গ বিজেপিতে জোয়ার আসবে।

কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি। পরবর্তী পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুকুল রায়ের নাম রাজ্যসভার প্রার্থী তালিকায় নিয়ে আসে কি না, তা-ই এখন দেখার। উল্লেখ্য রাজ্যসভার ৫৮ আসনে আগামী ২৩ মার্চ ভোট অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, তেলেগু দেশম পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, রাষ্ট্রীয় জনতা দল, জনতা দল ইউনাইটেড তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ইতিমধ্যেই।

[আরও পড়ুন:মুকুলের 'পরীক্ষা' চলেছে! ইশরাত পদ পেলেও, 'চাণক্য' বিজেপিতে স্রেফ আঞ্চলিক নেতা][আরও পড়ুন:মুকুলের 'পরীক্ষা' চলেছে! ইশরাত পদ পেলেও, 'চাণক্য' বিজেপিতে স্রেফ আঞ্চলিক নেতা]

English summary
Mukul Roy is no in BJP’s candidate list of Rajya Sabha. Mukul followers are disappointed for BJP’s decision,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X