For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল পিছিয়ে পড়ছেন শুভেন্দু-রাজীবদের যোগদানে! একুশের আগে জল্পনা বিজেপিতে

মুকুল কি পিছিয়ে পড়ছেন শুভেন্দু-রাজীবদের যোগদানে! একুশের আগে জল্পনা বিজেপিতে

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের প্রথম সারির নেতা। দুই নেতাকে পেয়ে আপ্লুত বিজেপি নেতৃত্ব। তাঁরা তৃণমূলকে হারানোর মতো মুখ পেয়ে গিয়েছেন বলেই মনে করছে। তার ফলেই কি মুকুল রায় নিজেকে গুটিয়ে নিচ্ছেন? তা না হলে তাৎপর্যপূর্ণভাবে জায়গা ছাড়ার বার্তা দিলেন কেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়?

মুকুল কি পিছিয়ে পড়ছেন শুভেন্দু-রাজীবদের থেকে!

মুকুল কি পিছিয়ে পড়ছেন শুভেন্দু-রাজীবদের থেকে!

মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দুকে ভাঙিয়ে আনতে তৎপর ছিলেন। ২০২১-এর ভোটের মুখে তাঁকে বিজেপিতে এনেছেন মুকুল রায়। তারপর রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের স্বচ্ছ ইমেজের নেতাকেও এনেছেন বিজেপিতে। মুকুল রায় কি তবে তাঁদের আগমনে পিছিয়ে পড়ছেন ক্যারিশ্মায়। সামনের সারিতে চলে আসছেন শুভেন্দু-রাজীবরা!

বিজেপিতে নয়া মুখের আবির্ভাবে আক্ষেপ মুকুলের

বিজেপিতে নয়া মুখের আবির্ভাবে আক্ষেপ মুকুলের

রাজনৈতিক মহল মনে করছে, মুকুল রায়ের জায়গা ছেড়ে দেওয়ার বার্তায় যে আক্ষেপ লুকিয়ে রয়েছে, তা বিজেপিতে নয়া মুখের আবির্ভাবেই। বিজেপি এখন অনেক বেশি ভরসা করছেন শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তাই মুকুল রায় আক্ষেপ ভরেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়ার বার্তা দিয়েছেন

মুকুলের নয়া বক্তব্যে জল্পনা বঙ্গ রাজনীতিতে

মুকুলের নয়া বক্তব্যে জল্পনা বঙ্গ রাজনীতিতে

শুভেন্দু-রাজীবের উপস্থিতিতেই মুকুল রায় বলেন, তিনি জানেন কখন ছাড়তে হয়। এখন জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে। তাই আমি জায়গা ছেড়ে দিতে প্রস্তুত। জায়গা ছাড়াটাও একটা আর্ট। এটাও শিখতে হয়। কখন ছাড়তে হবে, সেটা সবাই জানে না। মুকুলের এই বক্তব্যের পরই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে।

মুকুল রায়ের জায়গা ছাড়ার বার্তায় লুকিয়ে রহস্য

মুকুল রায়ের জায়গা ছাড়ার বার্তায় লুকিয়ে রহস্য

মুকুল রায় আগেও অভিযোগ করেছিলেন যে, তাঁকে রাজ্য বিজেপি ঠিকঠাক কাজে লাগাচ্ছে না। বিজেপির সর্বভারতীয় সভপতি হওয়ার পরও তাঁর আক্ষেপ রয়েছে গিয়েছে। দিল্লিতে গিয়ে অমিত শাহের কাছেই তিনি অভিযোগ করেছিলেন। তারপর অবশ্য তাঁর মানভঞ্জন হয়। ফের বাংলায় ফিরে তৃণমূল ভাঙতে তিনি সিদ্ধহস্ত হন। কিন্তু আবার মুকুল রায়ের জায়গা ছাড়ার বার্তায় লুকিয়ে রয়েছে রহস্য।

মুকুল রায় এবার ভোটের দায়িত্ব পাননি বাংলায়

মুকুল রায় এবার ভোটের দায়িত্ব পাননি বাংলায়

বিগত দুটি নির্বাচনে অর্থাৎ পঞ্চায়েত ও লোকসভায় বাংলায় নির্বাচন কমিটি মাথায় বসানো হয়েছিল মুকুল রায়কে। এবার মুকুল রায়কে সেই জায়গা দেওয়া হয়নি। বাংলার কোনও নেতার কাঁধে এবার ভোটের দায়িত্ব ছাড়েননি জেপি নাড্ডা বা অমিত শাহ। অমিত শাহ নিজের হাতেই রেখেছেন বাংলাকে। ফলে মুকুল রায় মাঝেমধ্যেই বেসুরো বাজছেন।

মুকুল রায়কে দিয়ে টার্গেট পূরণ বিজেপির

মুকুল রায়কে দিয়ে টার্গেট পূরণ বিজেপির

মুকুল রায়কে শুধু তৃণমূল ভাঙাতেই ব্যবহার করছে বিজেপি। বিগত দু-মাসে শুভেন্দু-রাজীবসহ নতুন অনেকেই বিজেপিতে ভিড় করেছেন। তাঁদের দলবদলের মূল কাণ্ডারি মুকুল রায়। এখন আবার দলবদলের উইন্ডো বন্ধ করা হচ্ছে বিজেপির তরফে। ফলে মুকুল রায়ের কাজও কমেছে বিজেপিতে। তবে মুকুল রায় জায়গা ছাড়ার বার্তা দিয়ে বলেছেন তিনি ফের ব্যাটিং করতে নামবেন।

তৃণমূলকে ভাঙা প্রায় সম্পূর্ণ, বিজেপির টার্গেট পূর্ণ

তৃণমূলকে ভাঙা প্রায় সম্পূর্ণ, বিজেপির টার্গেট পূর্ণ

এখন প্রশ্ন শুভেন্দু-রাজীবদের আগমনে কি মুকুল রায়ের গুরুত্ব লঘু হল বিজেপিতে? মুকুল রায়কে ব্যবহার করা হয়ে গিয়েছে, এবার শুভেন্দু-রাজীবদের ব্যবহার করতে চাইছে একুশের ভোটের আগে। রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলকে ভাঙা প্রায় সম্পূর্ণ। বিজেপি টার্গেট পূরণ করে ফেলেছে মুকুল রায়কে দিয়ে। তাই মুকুলের গুরুত্ব কমেছে।

মুকুলকে গৌণ করে বেশি গুরুত্ব শুভেন্দু-রাজীবদের

মুকুলকে গৌণ করে বেশি গুরুত্ব শুভেন্দু-রাজীবদের

মুকুল রায় শুভেন্দু-রাজীবদের বিজেপিতে আনার পর এবার তাঁরাই অনুগামীদের সামিল করছেন দলে। ফলে মুকুল রায় গৌণ হয়ে যাচ্ছেন বহু ক্ষেত্রে। দল বেশি গুরুত্ব দিচ্ছে শুভেন্দু-রাজীবদের। বিজেপির অন্দরে মুকুলপন্থী নেতাদের নিয়েও একটা মহল ব্যাপক ক্ষুব্ধ। জঙ্গলমহলের বিজেপির একাংশ ক্ষোভ বেড়েই চলেছে মুকুলের বিরুদ্ধে।

ভোটের তাগিদ! নাগরিকত্ব আইন কার্যকরের সময়সীমা বাড়ল, প্রায় ৬ মাস সময় হাতে পাবেন অমিত শাহরাভোটের তাগিদ! নাগরিকত্ব আইন কার্যকরের সময়সীমা বাড়ল, প্রায় ৬ মাস সময় হাতে পাবেন অমিত শাহরা

English summary
Mukul Roy is lagging behind in BJP after Shuvendu and Rajib’s joining before West Bengal election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X