For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের খেল শুরু হয়ে গেল, শুভ্রাংশুদের দিল্লি পাড়িতে যোগদান-জল্পনা বিজেপিতে

মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে জল্পনার অবসান কি হতে চলেছে সোমবারই। অন্তত সাম্প্রতিক পরিস্থিতি তেমনই ইঙ্গিত করছে।

Google Oneindia Bengali News

মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে জল্পনার অবসান কি হতে চলেছে সোমবারই। অন্তত সাম্প্রতিক পরিস্থিতি তেমনই ইঙ্গিত করছে। এদিনই মুকুল রায়ের সঙ্গে দিল্লি উড়ে যাচ্ছেন বীজপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। একা তিনিই নন, তাঁর সঙ্গে বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতাও রয়েছেন। জল্পনা, সোমবারই দলবেঁধে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন শুভ্রাংশু।

বাবার কাছে হেরেছি

বাবার কাছে হেরেছি

লোকসভা ভোটে বারাকপুর আসনে বিজেপি প্রার্থী অর্জুন সিং জয়ী হওয়ার পরই শুভ্রাংশুর মন্তব্যে বিতর্কের সূত্রপাত। তিনি সাংবাদিক বৈঠক করে হাসিমুখে বলেন, আসলে বাবার কাছে হেরে গেলাম। আমরা দুজনেই ভূমিপুত্র। বীজপুরের মানুষ আমাকে নয়, বাবাকেই বেছে নিয়েছেন। এই হারে আমার লজ্জা নেই। কারণ বাবার কাছে হেরেছি, হেরেছি লড়াই করে।

বহিষ্কারের পরই সিদ্ধান্ত

বহিষ্কারের পরই সিদ্ধান্ত

এরপরই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মুকুল-পুত্র শুভ্রাংশুকে বহিষ্কার করেন ছ-বছরের জন্য। তৃণমূলে বহিষ্কৃত হয়ে মুকুল-পুত্র জানান, তিনি হাঁফ ছেড়ে বাঁচলেন। তাঁর অনুভূতি, যেন মুক্ত বতাসে ফিরে এলাম। এরপরই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনার পারদ চড়তে থাকে। মুকুল রায়ও জানান, শুভ্রাংশুর বিজেপিতে যোগ দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

বাবা-ছেলের ধারাবাহিক বৈঠক

বাবা-ছেলের ধারাবাহিক বৈঠক

সূত্রের খবর, রবিবার থেকেই কাঁচরাপাড়ার বাড়িতে বাবা-ছেলের একাধিকবার রাজনৈতিক বৈঠক হয়। পরবর্তী পরিকল্পনা তৈরি করতে তাঁরা সিদ্ধান্ত নিয়েই নেন। কিন্তু সেই সিদ্ধান্ত যে বিজেপির অনুকূলেই যেতে চলেছে তা স্পষ্ট হয়ে যায় সকাল হতেই। সূত্রের খবর, সোমবারই মুকুল ও শুভ্রাংশু দিল্লির উদ্দেশ্যে যাত্রা করতে পারেন।

তৃণমূলকে বাই বাই করে বিজেপিতে!

তৃণমূলকে বাই বাই করে বিজেপিতে!

দিল্লিতে গিয়েই শুভ্রাংশু তৃণমূলকে বাই বাই করে বিজেপিতে যোগ দিতে পারেন। মুকুল রায় দল ছাড়ার পর দেড় বছর তৃণমূলেই ছিলেন। বারবার জানিয়েছেন, তিনি তৃণমূলেই থাকতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর আদর্শ। তাঁর আদর্শ মেনে কাজ করতে চান। কিন্তু দল তাঁকে বিশ্বাস করছিল না। মুকুল রায় বিজেপিতে, তাঁর ছেলে তৃণমূলে সবসময়ই সন্দেহের চোখে দেখা হত।

বীজপুরে বিজেপি লিড পেতেই

বীজপুরে বিজেপি লিড পেতেই

লোকসভা ভোটের পর সেই সন্দেহ আরও দৃঢ় হয় বীজপুরে বিজেপি লিড পেতেই। তারপরই শুভ্রাংশু তৃণমূলে অতীত হতে শুরু করেন। তাঁর বিজেপিতে যোগদান-জল্পনা কয়েকদিন ধরেই চলছে বাংলার রাজনীতিতে। মুকুল-পুত্র জানান, আমার কাছে সব দলের দরজা খোলা আছে। নতুন ইনিংস শুরু করার সম্ভাবনার কথাও জানান তিনি।

পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শুভ্রাংশু

পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শুভ্রাংশু

শুভ্রাংশু জানান, তিনি অনুগামীদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। সেইমতো সিদ্ধান্ত পাকাপাকিই নিয়ে ফেলেছেন শুভ্রাংশু, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবার তাঁর সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেকেই দিল্লির বিমান ধরায় জল্পনা ছড়িয়েছে। সেই জল্পনা অবসান হয়তো হতে পারে এদিনই।

English summary
Mukul Roy initiates to break TMC and Shubhrangshu can join in BJP. Shubhrangshu and others go to Delhi. Speculation to leave Trinamool Congress and join in BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X