For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায়কে নিয়ে জল্পনার শেষ নেই, টুইটার-কাণ্ডের পরও বিজেপিতে সক্রিয়তা ঘোরতর প্রশ্নে

মুকুলকে নিয়ে জল্পনার শেষ নেই, টুইটার-কাণ্ডের পরও বিজেপিতে সক্রিয়তা ঘোরতর প্রশ্নে

Google Oneindia Bengali News

হঠাৎ মুকুল রায়ের অফিসিয়াল টুইটার অ্যাকউন্ট হারিয়ে গিয়েছিল। তাতেই জল্পনা শুরু হয়েছিল, তবে কি মুকুল রায় বিজেপির পথে ছেড়ে অন্য কোনও দিকে পাড়ি জমানোর চেষ্টা করছেন। সেইসব জল্পনাকে জলাঞ্জলি দিয়ে মুকুল রায় ফিরিয়ে এনেছেন টুইটার অ্যাকাউন্ট। ফের টুইট-রিটুইট করতে শুরু করেছেন। কিন্তু কোথায় হারিয়ে গিয়েছে আগের সেই ঝাঁঝ।

মুকুলের তৃণমূল প্রত্যাবর্তনের আলোচনা

মুকুলের তৃণমূল প্রত্যাবর্তনের আলোচনা

সম্প্রতি মুকুলের তৃণমূল প্রত্যাবর্তনের আলোচনা জোরদারভাবে শুরু হয়েছিল। এরপরই তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হঠাৎ করে হারিয়ে যায়। যে মুকুল রায় বলেছিলেন আমি টুইটারে অনেক বেশি সক্রিয় হতে চাই, এর মাধ্যমে সবার কাছে পৌঁছে যেতে চাই, সেই মুকুল রায়ের টুইটার অ্যাকাউন্টের হদিশ না মেলা অনেককে ভাবিয়ে তুলেছিল।

মুকুলের টুইটারে আবার সচল

মুকুলের টুইটারে আবার সচল

তিনি এরপর টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে এনে জানিয়েছিলেন, আমার অ্যাকাউন্টটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। তা মিটিয়ে ফের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পরের দিন তিনি পোস্ট করে জানান সে কথা। তারপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছাজ্ঞাপন করেন।

মুকুলের টুইটার হ্যান্ডেলে শেষ তিন আপডেট

মুকুলের টুইটার হ্যান্ডেলে শেষ তিন আপডেট

আ্রর সম্প্রতি মুকুলের পুনরুদ্ধার করা টুইটার হ্যান্ডেলের প্রথম তিনটি আপডেট হ'ল জাতিসংঘে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ লেহের নিকটবর্তী সামনের চৌকিতে সৈন্যদের কাছে পৌঁছে যাওয়া এবং বিজেপির জাতীয় সচিব কৈলাশ বিজয়বর্গীয়র পোস্টের একটি রিটুইট।

গোঁসা করে বিজেপিতে নিস্ক্রিয় মুকুল!

গোঁসা করে বিজেপিতে নিস্ক্রিয় মুকুল!

এসব নিয়ে প্রশ্নের মাঝেই চর্চা চলছে, তাঁর অনুগামী বা ঘনিষ্ঠ বলে পরিচিত সব্যসাচী দত্ত, সৌমিত্র খান বা দুলাল বর, যাঁরা তাঁর হাত ধরে বিজেপিতে এসেছিলেন, তাঁরা বর্তমানে বঙ্গ বিজেপিতে পদ পেয়েছেন। কিন্তু তিনি ব্রাত্য রয়ে গিয়েছেন। দল তাঁকে শুধু ব্যবহার করছে নির্বাচনের জন্য। তাতেই কি গোঁসা করে বিজেপিতে নিস্ক্রিয় মুকুল!

দিল্লি থেকে ফেরার পর থেকে সক্রিয় নন

দিল্লি থেকে ফেরার পর থেকে সক্রিয় নন

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদল এবং দলীয় সভাপতি জে পি নাড্ডার নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনে মুকুলের জন্য সর্বভারতীয় পদ মিলতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছিল। মন্ত্রিত্ব নিয়েও জল্পনা চলছিল। মুকুল দিল্লিও ছুটেছিলেন। কিন্তু তারপর থেকেই মুকুল এখন বিশেষ সক্রিয় নন।

মুকুলের পদ পেতে অন্তরায় সারদা-নারদা

মুকুলের পদ পেতে অন্তরায় সারদা-নারদা

প্রসঙ্গত এ কথাও প্রযোজ্য যে প্রাক্তন রেলমন্ত্রীকে মন্ত্রিপরিষদের কোনও পদ পেতে অন্তরায় সারদা-নারদা য়োগ। মুকুল তাঁর দিল্লির সাম্প্রতিক সফরকালে এই ইঙ্গিত পেয়ে যান। বিজেপি সূত্রের মতে, সারদা ও নারদা মামলায় মুকুলের অভিযোগ থাকার কারণে কেন্দ্রীয় নেতৃত্ব বিবেচনা করছে।

মুকুলকে নিয়ে গুজবের কোনও ভিত্তি নেই

মুকুলকে নিয়ে গুজবের কোনও ভিত্তি নেই

বেঙ্গল বিজেপির একটি অংশ মনে করে, মুকুলের দল ছাড়ার কথা তাঁর শিবির থেকে মন্ত্রিসভায় বা সর্বভারতীয় কর্মকর্তাদের তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে চাপ তৈরি করতে খাওয়ানো হচ্ছে। বিজেপির এক নেতা বলেছেন, মুকুল কেন্দ্রীয় বিজেপি নেতাদের জানিয়েছেন যে তৃণমূলে ফিরে আসার গুজবের কোনও ভিত্তি নেই।

মুকুলের পর শুভ্রাংশুরও বৈঠক তৃণমূলের সঙ্গে! একুশে জুলাইয়ের আগে ফের জল্পনামুকুলের পর শুভ্রাংশুরও বৈঠক তৃণমূলের সঙ্গে! একুশে জুলাইয়ের আগে ফের জল্পনা

English summary
Mukul Roy increases speculation to comeback in TMC before 2021 Assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X