For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু অধিকারী গড়ে থাবা মুকুল রায়ের! নন্দীগ্রামের ‘হেভিওয়েট’ নেতা যোগ দিলেন বিজেপিতে

শুভেন্দু-গড়ে থাবা মুকুলের! নন্দীগ্রামের ‘হেভিওয়েট’ নেতা যোগ দিলেন বিজেপিতে

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মুকুল রায়। তারপর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের কাজ শুরু করে দিলেন তিনি। কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেননকে নিয়ে হানা দিলেন শুভেন্দু অধিকারীর গড়ে। নন্দীগ্রামে হেভিয়েট কংগ্রেস নেতাকে বিজেপিতে যোগদান করিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

কংগ্রেস নেতা সবুজ প্রধান বিজেপিতে স্বাগত

কংগ্রেস নেতা সবুজ প্রধান বিজেপিতে স্বাগত

মঙ্গলবার মুকুল রায়ের হাত ধরে নন্দীগ্রামের কংগ্রেস নেতা সবুজ প্রধান যোগ দিলেন বিজেপিতে। তাঁকে উত্তরীয় পরিয়ে বিজেপিতে স্বাগত জানান বাংলার বিজেপি পর্যবেক্ষক তথা বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বি্জয়বর্গীয়। উপস্থিত ছিলেন সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন ও মুকুল রায় প্রমুখ।

শুভেন্দু-গড়ে দলে শক্তি বাড়িয়ে চ্যালেঞ্জ মুকুলের

শুভেন্দু-গড়ে দলে শক্তি বাড়িয়ে চ্যালেঞ্জ মুকুলের

শুভেন্দু-গড়ে কংগ্রেস নেতা সবুজকে দলে নিয়ে মুকুল রায় বলেন, বাংলাকে তৃণমূলের অপশাসন থেকে মুক্ত করতে হবে। সেই লক্ষ্যে নিয়ে সবুজ যোগদান করেছেন বিজেপিতে। এবার বাংলায় পরিবর্তনের যুদ্ধে সবুজ সামিল হলেন গেরুয়া শিবিরে। আমরা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করব তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে।

‘আমার পরিবার বিজেপি পরিবারে’র সদস্য সবুজ

কৈলাশ বিজেয়বর্গীয়, অরবিন্দ মেননও নন্দীগ্রামের কংগ্রেস নেতা সবুজ প্রধানকে দলে পেয়ে বেজায় খুশি। এই নন্দীগ্রামের বিধায়ক খোদ শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে লড়াইয়ে সবুজকে কাজে লাগবে বিজেপির। এদিন তাঁকে তাই সম্মানের সঙ্গেই বিজেপিতে যোগদান করানো হয়। সবুজও ‘আমার পরিবার বিজেপি পরিবারে'র সদস্য হন।

চার্জড মুকুল, রাজ্যজুড়ে খেল দেখানো শুরু এবার

চার্জড মুকুল, রাজ্যজুড়ে খেল দেখানো শুরু এবার

সম্প্রতি ‘আমার পরিবার বিজেপি পরিবার' ট্যাগ লাইনে একের পর এক যোগদান চলছে। এতদিন মুকুল নিষ্ক্রিয় ছিলেন। সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেয়ে তিনি চার্জড হয়ে গিয়েছেন। রাজনৈতিক মহল মনে করছে, এবার রাজ্যজুড়ে খেল দেখানো শুরু করবেন মুকুল রায়। ফের ২০১৯-এর মতোই তিনি ভাঙনের খেলায় মেতে উঠবেন বলেই ধারণা বিশেষজ্ঞদের।

পুজো আসছে বলে অবহেলা নয় করোনাকে! ২ জেলার প্রশাসনিক বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীরপুজো আসছে বলে অবহেলা নয় করোনাকে! ২ জেলার প্রশাসনিক বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

English summary
Mukul Roy increases power of BJP in Subhendu Adhikari’s Nandigram before 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X