For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায়ের দূরত্ব আরও বাড়ল বিজেপির সঙ্গে! তবে কোন পথে পা একুশে নির্বাচনের আগে

মুকুলের দূরত্ব আরও বাড়ল বিজেপির সঙ্গে! তবে কোন পথে পা একুশে নির্বাচনের আগে

Google Oneindia Bengali News

২০১৯-এ বিজেপির কাছে আশার আলো হয়ে উঠেছিলেন মুকুল রায়। ২০২১-এর আগে সেই আশার সম্ভাবনা কি ফুরোতে চলেছে? তাল কেটে গিয়েছে দিল্লিতে বিজেপির বৈঠকে। হঠাৎ উল্টোপথে হাঁটতে চলেছে বিজেপি। তাতেই 'অপমানিত' মুকুল রায় মুখ ফিরিয়ে নিয়েছেন। একুশের নির্বাচনের আগে দূরত্ব ক্রমশই বাড়তে চলেছে মুকুল ও বিজেপির মধ্যে।

মুকুলের সঙ্গে বিজেপির দূরত্ব বেড়েই চলেছে!

মুকুলের সঙ্গে বিজেপির দূরত্ব বেড়েই চলেছে!

এতদিন মুকুল রায়কে কেন্দ্রবিন্দু করেই আবর্ত হচ্ছিল বিজেপির বাংলা জয়ের স্বপ্ন। কিন্তু বর্তমান রাজনৈতির পরিস্থিতিতে বিজেপির পাল্লা ভারী হওয়ায় মুকুলকে আর আগের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে মুকুল-ঘনিষ্ঠরা ক্ষুণ্ণ। মুকুল রায়ের সঙ্গে বঙ্গ বিজেপির দূরত্ব যে বেড়েই চলেছে, তা আরও একবার প্রমাণিত হয়েছে দিল্লির বৈঠকে।

২০২১-এর আগে সেভাবে গুরুত্ব পাচ্ছেন না!

২০২১-এর আগে সেভাবে গুরুত্ব পাচ্ছেন না!

মুকুল রায় আড়াই বছর আগে বিজেপিতে যোগ দিলেও আজ পর্যন্ত সাংগঠনিক কোনও পদ পাননি। তাঁকে সাংসদ-মন্ত্রী কিছুই করা হয়নি। তবে নির্বাচনে তাঁর উপরই বেশি ভরসা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। ২০১৮-র পঞ্চায়েত বা ২০২১৯-এর লোকসভা ভোটে মুকুলকে মাথায় রেখেই নির্বাচনী পরিকল্পনা করেছে বিজেপি। কিন্তু ২০২১-এর আগে তিনি আর সেভাবে গুরুত্ব পাচ্ছেন না বলে অভিযোগ।

বৈঠকের তাল কেটে ফিরলেন মুকুল রায়

বৈঠকের তাল কেটে ফিরলেন মুকুল রায়

মুকুল রায় দীর্ঘদিন ধরেই বঙ্গ বিজেপির সঙ্গে একই পথে হাঁটছেন না। তিনি সদর অফিসে যাওয়া ছেড়েছেন। এবার অমিত শাহের ডাকে সাড়া দিয়ে তিনি একদিন আগেই পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে বিজেপির বৈঠকে। কিন্তু সেই বৈঠকের মাঝেই তিনি ফিরলেন কলকাতায়। অভিযোগ, বৈঠকে চূড়ান্ত অপমানিত হয়েই তিনি ফেরার সিদ্ধান্ত নেন।

মুকুলের যুক্তি খণ্ডন, অপমানিত হয়েই সিদ্ধান্ত?

মুকুলের যুক্তি খণ্ডন, অপমানিত হয়েই সিদ্ধান্ত?

অভিযোগ, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির রণকৌশল স্থির করা নিয়ে ‘প্রস্তুতি' বৈঠকে মুকুল রায়ের তোলা যুক্তিকে খণ্ডন করে দেওয়া হয়। তাতেই অপমানিত হয়ে তিনি কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন। তাল কেটে যায় বৈঠকের। বাংলার প্রতিটি কোণাকে হাতের তালুর মতো চেনেন মুকুল রায়। অথচ তাঁর যুক্তি গ্রাহ্য করা হয়নি।

পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কোন মিল নেই!

পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কোন মিল নেই!

বিজেপির এক কেন্দ্রীয় নেতা দাবি করেছিলেন, রাজ্যের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ১৯০টি আসন পেতে পারে। এরপর আপত্তি জানিয়ে মুকুল রায় বলেন, খাতায় কলমে বাংলা জয় সহজ মনে হলেও কাজটা আসলে বহুগুণ কঠিন। এই পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কোন মিল নেই।

আবারও রাজনৈতিক পথ ফের পরিবর্তন করবেন?

আবারও রাজনৈতিক পথ ফের পরিবর্তন করবেন?

তাঁর এই যুক্তি বিজেপির বৈঠকে খণ্ডন করেন দেওয়ার বিজেপি নেতৃত্বের মনোভাব ভালোভাবে নেননি মুকুল রায়। এরপরই দিলীপ ঘোষের বাড়িতে বৈঠকে না উপস্থিত হয়ে কলকাতায় ফেরার টিকিট কাটেন তিনি। এখন প্রশ্ন বিজেপিতে তাঁর ভূমিকা তাহলে কী হবে। তিনি কি এবার রাজনৈতিক পথ ফের পরিবর্তন করবেন?

মুকুল এবার কোন পথে পা বাড়াবেন

মুকুল এবার কোন পথে পা বাড়াবেন

২১ জুলাইয়ের আগে থেকেই মুকুল রায়কে নিয়ে চোরাস্রোত বইছিল তৃণমূলের অন্দরে। সোশ্যাল মিডিয়ায় মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে নানা জল্পনা ভাসছিল। এমনকী একুশের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ও আহ্বান জানান ভুল করে যাঁরা বিজেপিতে চলে গিয়েছিলেন তৃণমূল ছেড়ে, তাঁরা ফিরে আসুন। মুকুল কি তাহলে সেই পখে পা বাড়াবেন নাকি, অন্য কোনও ভাবনা রয়েছেন তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ডের?

উঠতি উচ্চাকাঙ্খি নেতারাই দল বদলাচ্ছেন, ভাবছেন কংগ্রেস ফিরতে পারবে না, কাকে বিঁধলেন অধীরউঠতি উচ্চাকাঙ্খি নেতারাই দল বদলাচ্ছেন, ভাবছেন কংগ্রেস ফিরতে পারবে না, কাকে বিঁধলেন অধীর

{quiz_242}

English summary
Mukul Roy increases distance with BJP before 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X