For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির কাছে পর্যূদস্ত হবে তৃণমূল! মুকুলের 'বেফাঁস' মন্তব্যে বিতর্কের ঝ়ড় রাজ্য রাজনীতিতে

মুকুল মুখ ফসকালেন! বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েও বেফাঁস মন্তব্য, বিতর্ক রাজ্য রাজনীতিতে

Google Oneindia Bengali News

মাস কয়েক আগে কৃষ্ণনগরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী করার আহ্বান জানিয়েছিলেন মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর থেকে তিনি জয়ীও হন। কিন্তু ভোটের ফলাফল প্রকাশের এক মাস যেতে না যেতেই তিনি তাঁর পুরনো দল তৃণমূলে ফিরে আসেন। কিন্তু উপনির্বাচনের প্রচারে গিয়ে তিনি তাঁর পুরনো 'অভ্যাস' ত্যাগ করতে পারলেন না।

মুকুল রায়ের এই স্লিপ অফ টাং নিয়ে অস্বস্তিতে তৃণমূল

মুকুল রায়ের এই স্লিপ অফ টাং নিয়ে অস্বস্তিতে তৃণমূল

মুকুল রায় কৃষ্ণনগরে গিয়ে স্লিফ অফ টাং করে ফেললেন। যদিও পরক্ষণেই তিনি ভুল শুধরে নেন। কিন্তু সাংবাদিক বৈঠকে এবাবে মুখ ফসকানোয় সমালোচনার ঝড় বইতে শুরু করে। জল্পনাও শুরু হয়। মুকুল রায়ের এই স্লিপ অফ টাং নিয়ে অস্বস্তিতে পড়ে তৃণমূল। পাশে বসা তৃণমূল নেতারা মুখ চাওয়াচায়ি শুরু করে দেন।

বিপুল জয় পাবে ভারতীয় জনতা পার্টি, মুখ ফসকালেন মুকুল

বিপুল জয় পাবে ভারতীয় জনতা পার্টি, মুখ ফসকালেন মুকুল

বিজেপি ছাড়ার পর মুকুল রায় নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে সাংবাদিক বৈঠক করেন। তৃণমূল নেতাদের নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, উপনির্বাচনে বিপুল জয় পাবে ভারতীয় জনতা পার্টি। পরক্ষণেই তাঁর স্লিপ অফ টাং সামলে নেন তিনি। বলেন, তৃণমূল কংগ্রেস নিজেকে সঠিক ভূমিকায় প্রতিষ্ঠা করবে, বিজেপি হারবে।

মুকুল ২০ বছর তৃণমূল কংগ্রেসে, তিন বছর বিজেপিতে

মুকুল ২০ বছর তৃণমূল কংগ্রেসে, তিন বছর বিজেপিতে

মুকুল রায় তাঁর রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন তৃণমূল কংগ্রেস। তারপর ২০১৭-য় তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মূলত তাঁর চাণক্য-নীতিতেই বিজেপি দুই নির্বাচনে ভালো ফল করে এবং একুশের নির্বাচনের আগে রাজ্যে নিজেদের চ্যালঞ্জার হিসেবে প্রতিষ্ঠা করে।

বিজেপির টিকিটে জেতার একমাস পরেই দল ছাড়েন মুকুল

বিজেপির টিকিটে জেতার একমাস পরেই দল ছাড়েন মুকুল

কিন্তু একুশের নির্বাচনে মুকুল রায়কে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি। তিনি প্রার্থী হতে না চাইলেও বিজেপি তাঁকে কৃষ্ণনগর উত্তরের টিকিট দেয়। সেই নির্বাচনে জিতে প্রথন কোনও জনপ্রতিনিধি নির্বাচিত হন মুকুল রায়। কিন্তু বিজেপির টিকিটে প্রথমবার নির্বাচনে জিতলেও, তিনি ভোটে জেতার একমাস পরেই দল ছাড়েন।

তৃণমূলে প্রত্যাবর্তনের পর মুকুল এখনও তেমন সক্রিয় নন

তৃণমূলে প্রত্যাবর্তনের পর মুকুল এখনও তেমন সক্রিয় নন

তৃণমূলে প্রত্যাবর্তনের পর মুকুল রায়কে এখনও সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি। বার দুয়েক তাঁকে দেখা গিয়েছিল বিজেপি নেতাদের তৃণমূলে যোগদানের মঞ্চে। বিজেপির আলিপুরদুয়ারের জেলা সভাপতি সহ হেভিওয়েট নেতারা তাঁর হাত ধরেই তৃণমূলে নাম লিখিয়েছিলেন। আরও অনেক ছোটখাটো দলবদল হয়েছে, কিন্তু সে অর্থে মুকুল রায়কে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়নি।

ত্রিপুরাকে পাখির চোখ করছে তৃণমূল, মুকুল তবু আড়ালে

ত্রিপুরাকে পাখির চোখ করছে তৃণমূল, মুকুল তবু আড়ালে

মুকুল রায় তৃণমূলে ফেরার পর রাজনীতির বিশেষজ্ঞরা মনে করেছিলেন তাঁকে এবার ত্রিপুরা সংগঠনে কাজে লাগাবে তৃণমূল। কেননা তাঁরা ত্রিপুরাকে পাখির চোখ করছে বাংলা জয়ের পর। ২০২৩-এ ত্রিপুরা জয়ের কাণ্ডারি হিসেবে মুকুল রায়কে তুলে ধরার প্রয়াস এখনও দেখা যায়নি। এরই মধ্যে তিনি নিজের নির্বাচনী ক্ষেত্রে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছেন।

তৃণমূলের সাংবাদিক বৈঠকে বিজেপির হয়ে সওয়াল

তৃণমূলের সাংবাদিক বৈঠকে বিজেপির হয়ে সওয়াল

শুক্রবার দলের সাংগঠনিক কাজে কৃষ্ণনগরের বেলডাঙায় তৃণমূলের কার্যালয়ে গিয়েছিলেন মুকুল রায়। সেখানে তৃণমূল নেতা অসীম সাহা তাঁকে সংবর্ধিত করেন। মুকুল রায়কে সাংবাদিকরা প্রশ্ন করেন উপনির্বাচন নিয়ে। তার পরিপ্রেক্ষিতে মুকুল রায় বলেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে। এখানে ভারতীয় জনতা পার্টি নিজেকে প্রতিষ্ঠা করবে।

মুখ ফসকে সাংঘাতিক ভুল! নিজেকে সামলে নিলেন মুকুল

মুখ ফসকে সাংঘাতিক ভুল! নিজেকে সামলে নিলেন মুকুল

পরক্ষণেই মুকুল রায় বুঝতে পারেন তিনি মুখ ফসকে সাংঘাতিক ভুল করে ফেলেছেন। এরপর নিজেকে সামলে নতুন করে মুকল রায় বলেন, এখানে তৃণমূল কংগ্রেস নিজের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠা করবে। বিজেপির অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। উপনির্বাচনে সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং বিজেপি ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে।

স্লিপ অফ টাং নিয়ে অযথা জলঘোলা, মুকুল রায়ের পাশে তৃণমূল

স্লিপ অফ টাং নিয়ে অযথা জলঘোলা, মুকুল রায়ের পাশে তৃণমূল

এরপর মুকুল রায়ের মন্তব্য নিয়ে তোলপড় শুরু হয়ে য়ায় রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস মুকুল রায়ের পাশে দাঁড়িয়ে জানায়, মুকুল রায়ের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। মুকুল রায় বলতে চেয়েছেন তৃণমূলের জয় হবে, বিজেপি অস্তিত্ব সংকটে পড়বে। মুকুল রায়ের স্লিপ অফ টাং নিয়ে অযথা জলঘোলা করা হচ্ছে।

মানুষের রায়ে তৃণমূলই জয়যুক্ত হবে উপনির্বাচনে, দাবি মুকুলের

মানুষের রায়ে তৃণমূলই জয়যুক্ত হবে উপনির্বাচনে, দাবি মুকুলের

তৃণমূলের কথায়, মুকুল রায় সাফ জানিয়েছেন, মানুষের রায়ে তৃণমূলই জয়যুক্ত হবে উপনির্বাচনে। মানুষ যে তৃণমূলকে চায় তা প্রমাণ হয়ে গিয়েছে একুশের নির্বাচনে। তাই আমরা মানুষের রায় চাইব। মানুয যা বলবে তাই হবে। উল্লেখ্য, এদিনই উপনির্বাচনের দাবিতে তৃণমূল নির্বাচন কমিশনে দরবার শুরু করেছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Recommended Video

'বিজেপি জিতবে, তৃণমূল কংগ্রেস হেরে যাবে', স্লিপ অব টাং মুকুলের, ভাইরাল হল ভিডিও |oneindia Bengali

English summary
Mukul Roy increases controversy doing loose comment behalf of BJP as TMC leader. He says BJP will win in By Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X