For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েতে তৃণমূল-‘কাঁটা’ই অস্ত্র মুকুলের, ‘টার্গেট’ বাংলায় বদলে গিয়েছে বিজেপির শরীরি ভাষা

ত্রিপুরার পর টার্গেট বাংলা, আর বাংলায় সাফল্য আনতে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়া চলবে না। এই মন্ত্রকে পাথেয় করেই বিজেপি শুরু করে দিল পঞ্চায়েত নির্বাচনের পর্যালোচনা।

Google Oneindia Bengali News

তৃণমূলকে সবক শেখাতে পঞ্চায়েত নির্বাচনকেই পাখির চোখ করছে রাজ্য বিজেপি। ত্রিপুরার পর টার্গেট বাংলা, আর বাংলায় সাফল্য আনতে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়া চলবে না। এই মন্ত্রকে পাথেয় করেই বিজেপি শুরু করে দিল পঞ্চায়েত নির্বাচনের পর্যালোচনা। মঙ্গলবার বিজেপির পঞ্চায়েত কমিটির বৈঠকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুকুল রায়।

পঞ্চায়েতে তৃণমূল-‘কাঁটা’ই অস্ত্র মুকুলের, ‘টার্গেট’ বাংলায় বদলে গিয়েছে বিজেপির শরীরি ভাষা

[আরও পড়ুন: এবার বিধানসভায় মাছ বিলি! দিলীপের লজেন্স বিলিতে উৎসাহিত সরকার পক্ষ][আরও পড়ুন: এবার বিধানসভায় মাছ বিলি! দিলীপের লজেন্স বিলিতে উৎসাহিত সরকার পক্ষ]

তিনি এদিন দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, 'বাংলার এমন একটা ব্লক নেই বা পঞ্চায়েত নেই, যেখানে তৃণমূলের সঙ্গে লড়াই নেই তৃণমূলের। তৃণমূলের সেই লড়াইকেই হাতিয়ার করতে হবে আমাদের। তাহলেই ফায়দা তোলা যাবে। সেইসঙ্গে মুকুল রায় এদিন তৃণমূলকে বার্তা দিয়েছেন, মনে রাখবেন এটা ২০১৮, ২০১৩ নয়।'

তাঁর কথায় এদিন স্পষ্ট হয়ে গিয়েছে, শুধু পঞ্চায়েতই নয়, তাঁদের নজরে ২০১৯ লোকসভা ও ২০২১-এ বিধানসভা নির্বাচন। তিনি তৃণমূলকে হারিয়ে এ রাজ্যে বিজেপিকে প্রতিষ্ঠা করার শপথ নিতে বলেন সবাইকে। তিনি বলেন, বিজেপিকে প্রতি বুথে বুথে পৌঁছে দিতে হবে। আর সেই কাজ শুরু করতে হবে এখন থেকেই।

ত্রিপুরা জয়ের পরই এ রাজ্যে বিজেপি নেতাদের শরীরি ভাষায় ব্যাপক পরিবর্তন হয়েছে। এ রাজ্যে দু-নম্বর হয়ে উঠলেও তৃণমূলের সঙ্গ কোনও ভোটেই এঁটে উঠতে না পারায় মুসড়ে পড়েছিল বিজেপি নেতারা। এমনকী তৃণমূল ছেড়ে এসে মুকুল রায়ও অক্সিজেন দিতে পারেননি বিজেপিকে। কিন্তু ত্রিপুরা ভোটে বিপুল জয় বিজেপিকে লড়াইয়ের ইন্ধন জোগাচ্ছে এখন। তাই পঞ্চায়েত স্ট্রাটেজি নিয়ে এখনই ভাবতে শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি।

[আরও পড়ুন:বিজেপির 'ভোট-কৌশল' শিখতে চায় সিপিএম! 'বেঙ্গল লাইনে' নয়া বার্তা সুর্যকান্তর ][আরও পড়ুন:বিজেপির 'ভোট-কৌশল' শিখতে চায় সিপিএম! 'বেঙ্গল লাইনে' নয়া বার্তা সুর্যকান্তর ]

English summary
Mukul Roy has made a strategy to win Panchayat Election in West Bengal. He wants to get benefit of TMC’s group clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X