For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা কত অগণতান্ত্রিক দেখাবেন মুকুল! তারপরই জন আদালতে বিচার চাইবে বিজেপি

পঞ্চায়েত নির্বাচন নিয়ে এই দিল্লি দরবার প্রসঙ্গেই প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মুকুল রায়। তিনি বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কত অগণতান্ত্রিক তা দেখাব আমরা।

Google Oneindia Bengali News

মনোনয়ন জমা দিতে না পারা দলীয় প্রার্থীদের নিয়ে বুধবারই দিল্লির দরবারে হাজির হচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়। মমতা-রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে এই দিল্লি দরবার প্রসঙ্গেই প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মুকুল রায়। তিনি বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কত অগণতান্ত্রিক তা দেখাব আমরা। তারপরই মানুষের কাছে বিচার চাইব।'

মমতা কত অগণতান্ত্রিক দেখাবেন মুকুল! তারপরই জন আদালতে বিচার চাইবে বিজেপি

[আরও পড়ুন:এককালের ডানহাতকে আজ 'সবচেয়ে বড় বিশ্বাসঘাতক'-এর তকমা দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, আর কী বললেন][আরও পড়ুন:এককালের ডানহাতকে আজ 'সবচেয়ে বড় বিশ্বাসঘাতক'-এর তকমা দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, আর কী বললেন]

দীর্ঘ বিতর্কের পর রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব মিটেছে। হিংসা-হানাহানি, মার-দাঙ্গা, খুনোখুনি-রক্তপাতের পরও বিরোধীদের কাছ থেকে রাজ্যের শাসক গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ মুকুল রায়। তারই প্রতিবাদে কলকাতার রাজপথে এদিন প্রতিবাদ মিছিল করে বিজেপি।

এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে, প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা, বিজেপির পঞ্চায়েত মুখ মুকুল রায়, শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। এই মিছিলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে মুকুল রায় তোপ দাগেন- মমতা অগণতান্ত্রিক নেত্রী।

তিনি বলেন, '২০০৩ সালে রাজ্যে ১১৩ জনের মৃত্যু হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে। তারপর ২০১৩ সালে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এবারও চলছে মৃত্যু মিছিল। এবার আবার মনোনয়ন পর্ব থেকেই শুরু হয়ে গিয়েছে রক্তক্ষয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ এবার খুলে দিতে হবে। তাই এই প্রতিবাদ মিছিলেই শেষ হবে না আমাদের সংগ্রাম।'

বুধবারই আমরা দিল্লির দরবারে যাচ্ছি। ৫০ জন মনোনয়ন জমা দিতে না পারা প্রার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক করব। এরপর ২০১৯-এ রাজ্যে থেকে যাতে তৃণমূলকে বিদায় করে দেওয়া যায়, সেই লক্ষ্যেই আমরা এগোব। রাহুল সিনহা বলেন, আমরা জনতার আদালতে বিচার চাইছি। আমরা আদালতেও আছি, জনতার আদালতেও আছি।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যে অরাজকতা চলছে। এই অবস্থা থেকে মুক্ত করতে হবে রাজ্যকে। যেখানে যেখানে আমরা প্রার্থী দিতে পেরেছি, সেখানেই আমরা প্রবল লড়াই দেব। এবং আমরাই জিতব। এই পঞ্চায়েত নির্বাচন থেকেই তৃণমূলের বিদায়-ঘণ্টা বাজিয়ে ছাড়ব আমরা।

[আরও পড়ুন: জট কাটছেই না পঞ্চায়েত নির্বাচনের! এখন কেন নয়া নির্ঘণ্ট জারি করতে পারল না কমিশন][আরও পড়ুন: জট কাটছেই না পঞ্চায়েত নির্বাচনের! এখন কেন নয়া নির্ঘণ্ট জারি করতে পারল না কমিশন]

English summary
Mukul Roy goes to Delhi to show how much non-democratic Mamata Banerjee. Mukul takes the election controversy of West Bengal to Modi's court.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X