For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের 'কাজ' কি শেষ হয়ে গেল বিজেপিতে, একুশে ভোটের মুখে কেন ‘বৈরাগ্যে’র বার্তা

মুকুলের কাজ কি শেষ বিজেপিতে, নতুনদের ‘স্বাগত’ জানাতে কেন ‘বৈরাগ্যে’র বার্তা

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায় হঠাৎই জায়গা ছেড়ে দেওয়ার বার্তা দিয়েছেন বিজেপিতে। তিনি মাঝেমধ্যেই বেসুরো বাজেন। আবারও তাঁর মুখ থেকে শোনা গিয়েছে বেসুরো ধ্বনি। বিজেপি তরফে যখন যোগদানের দরজা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক তারপরই মুকুল রায়ের মুখে শোনা গেল বৈরাগ্যের সুর। নতুনদের হাতে দায়িত্ব দেওয়ার কথা জানিয়ে জায়গা ছাড়ার বার্তা দিলেন।

মুকুল রায়ের কাজ কমেছে বিজেপিতে!

মুকুল রায়ের কাজ কমেছে বিজেপিতে!

প্রথমত কৈলাশ বিজয়বর্গীয় স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, ভোট শেষ না হওয়া পর্যন্ত অন্য দল থেকে আর কাউকেই দলে নেওয়া হবে না। সঙ্ঘের পরামর্শ মেনেই বিজেপি আপাতত দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর দলবদল না হলে মুকুল রায়ের কাজ আদতে কমেই যায়। কেননা তিনি বিজেপিতে যোগদানের পর থেকে তৃণমূল ভাঙিয়েই চলেছেন।

মুকুল রায়ের বিকল্প মুখ হাজির বিজেপিতে

মুকুল রায়ের বিকল্প মুখ হাজির বিজেপিতে

এরপর অবশ্যই একটা কথা আসে, মুকুল রায় বিজেপিতে য়োগ দেওয়ার পর থেকে যাঁকে দলে আনার জন্য মুখিয়ে ছিলেন তিনি এসে গিয়েছেন। বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো স্বচ্ছ ইমেজের নেতাও এসেছেন বিজেপিতে। মুকুল রায় তাই এবার নিজেকে সরে যেতে হবে বলে আক্ষেপ করেছেন।

মুকুল জায়গা ছেড়ে দিচ্ছেন, এটা একটা আর্ট

মুকুল জায়গা ছেড়ে দিচ্ছেন, এটা একটা আর্ট

মুকুল রায় বারুইপুরের মঞ্চ থেকেই বলেন, তিনি জানেন কখন ছাড়তে হয়। এখন জায়গা ছেড়ে দেওয়ার পালা শুরু হয়েছে। আমি জায়গা ছেড়ে দিচ্ছি। জায়গা ছাড়াটাও একটা আর্ট। এটাও শিখতে হয়। কখন ছাড়তে হবে, সেটা সবাই জানে না। মুকুলের এই বক্তব্য নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায় এরপর।

রাজ্য বিজেপি ঠিকঠাক কাজে লাগাচ্ছে না মুকুলকে

রাজ্য বিজেপি ঠিকঠাক কাজে লাগাচ্ছে না মুকুলকে

এর আগে মুকুল রায় অভিযোগ করেন, তাঁকে রাজ্য বিজেপি ঠিকঠাক কাজে লাগাচ্ছে না। দিল্লিতে গিয়ে অমিত শাহের কাছেই এই অভিযোগ করেছিলেন তিনি। তারপর অবশ্য তাঁর মানভঞ্জন হয়েছে। ফের বাংলায় ফিরে তৃণমূল ভাঙতে তিনি সিদ্ধহস্ত হয়েছেন। এবার সেই মুকুল রায়েরই বার্তা নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে।

বিজেপি টার্গেট পূরণ করে ফেলেছে মুকুলকে দিয়ে

বিজেপি টার্গেট পূরণ করে ফেলেছে মুকুলকে দিয়ে

বিগত দু-মাসে শুভেন্দু-রাজীবসহ নতুন অনেকেই বিজেপিতে ভিড় করেছেন। তাঁদের যোগদানের পর কি তবে মুকুল রায়ের গুরুত্ব লঘু হল বিজেপিতে। মুকুল রায়কে ব্যবহার করা হয়েছিল তৃণমূল ভাঙতে। তৃণমূলকে যা ভাঙার তা প্রায় সম্পূর্ণ। বিজেপি টার্গেট পূরণ করে ফেলেছে মুকুল রায়কে দিয়ে। তাঁরা উইন্ডো বন্ধ করারও বার্তা দিয়েছেন। তারপরই মুকুলের ওই বার্তা ভাবাচ্ছে।

মুকুল রায় গৌণ, বেশি গুরুত্ব শুভেন্দু-রাজীবদের

মুকুল রায় গৌণ, বেশি গুরুত্ব শুভেন্দু-রাজীবদের

মুকুল রায় শুভেন্দু-রাজীবদের বিজেপিতে আনার পর এবার তাঁরাই অনুগামীদের সামিল করছেন। ফলে মুকুল রায় গৌণ হয়ে যাচ্ছেন বহু ক্ষেত্রে। দল বেশি গুরুত্ব দিচ্ছে শুভেন্দু-রাজীবদের। বিজেপির অন্দরে মুকুলপন্থী নেতাদের নিয়েও একটা মহল ব্যাপক ক্ষুব্ধ। জঙ্গলমহলের বিজেপির একাংশ ক্ষোভ বেড়েই চলেছে।

মুকুলবিরোধী স্লোগান উঠেছে বিজেপিতে যোগদানে

মুকুলবিরোধী স্লোগান উঠেছে বিজেপিতে যোগদানে

সম্প্রতি বাঁকুড়ায় দুই মুকুল-ঘনিষ্ঠ নেতার বিজেপিতে যোগদান নিয়ে আদিনেতারা ক্ষুব্ধ। তাঁরা মুকুলবিরোধী স্লোগান তুলেছেন পর্যন্ত। প্রকাশ্য রাস্তায় নেমে তৃণমূলত্যাগী নেতাদের অপসারণ দাবি করেছেন বিজেপি থেকে। তারপর মুকুল রায়ের তাৎপর্যপূর্ণ বার্তায় জল্পনার পারদ চড়েছে। তিনি বলেন, 'আমি জায়গা ছেড়ে দিচ্ছি। যাতে পরবর্তী প্রজন্ম মানুষের কাছে পৌঁছতে পারে।'

বড় খবর, সিবিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী! জেনে নিন বিস্তারিত বড় খবর, সিবিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী! জেনে নিন বিস্তারিত

English summary
Mukul Roy gives message of monasticism to express welcome for new faces in BJP before West Bengal election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X