For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় এবার ২০টিও জুটবে না, মুকুলের মেগা-উত্থানে কড়া বার্তা পেলেন মমতা

এবার ২০টির বেশি আসন পাবে না তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন মুকুল রায়।

Google Oneindia Bengali News

এবার ২০টির বেশি আসন পাবে না তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন মুকুল রায়। দিল্লির রামলীলা ময়দানে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে বঙ্গ বিজেপির টার্গেট স্পষ্ট করে দিলেন তিনি। বঙ্গ বিজেপি যে লক্ষ্যমাত্রা স্থির করেছিল, তা পূরণ করেই ছাড়বেন, জানালেন মুকুল।

২০টির বেশি আসন নয়

২০টির বেশি আসন নয়

বাংলা বিজেপিতে প্রতিষ্ঠা পাওয়ার দিনে মুকুল রায়ের দাবি, তৃণমূলকে কোনওমতেই ২০টির বেশি আসন পেতে দেবেন না তাঁরা। এটাই তাঁদের লক্ষ্য। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি তাঁদের লক্ষ্যপূরণ করবেই। ২০১৯-এ লক্ষ্যপূরণের পর ২০২১-এ বাংলায় আসবে পরিবর্তন।

দিলীপের দেওয়া টার্গেটে মুকুল

দিলীপের দেওয়া টার্গেটে মুকুল

উল্লেখ্য, বিজেপি রাজ্যে ২২টি আসন জয়ের টার্গেট খাঁড়া করেছিল। মুকুল রায় ২২টিতে জেতার কথা না বলে, ঘুরিয়ে তৃণমূল ২০টি পাবে না বলে দাবি করলেন এদিন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই টার্গেট রেখেছিলেন। সেইমতোই বিজেপি এগোচ্ছে বাংলায়।

অমিত-বাণীর পুনরাবৃত্তি

অমিত-বাণীর পুনরাবৃত্তি

কিছুদিন আগে অমিত শাহ ত্রিপুরায় বলেন এবার ৩০০টিরও বেশি আসনে জয়লাভ করবে বিজেপি। আর বাংলা থেকে তাঁরা পাবেন কম করে ২৩টি আসন। সেই কথারই পুনরাবৃত্তি শোনা গেল মুকুলের কণ্ঠে। তৃণমূল ২০টি আসন পাবে না বলে মন্তব্য করে মুকুল বোঝালেন, বিজেপি ২৩টি আসনে জিতবে।

লক্ষ্যপূরণ হবে প্রায়শ্চিত্ত!

লক্ষ্যপূরণ হবে প্রায়শ্চিত্ত!

বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল রায় বাংলার মুখ হয়ে উঠেছিলেন জাতীয় কর্মসমিতির বৈঠকে। সেখানে বাংলায় পরিবর্তনের বার্তা দিলেন। সেইসঙ্গে বললেন, বিজেপিতে এসে প্রায়শ্চিত্ত করছি। তাঁর কথায়, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আসলে তাঁর কাছে প্রায়শ্চিত্ত। কারণ ব্যাখ্যা করে মুকুল রায় বলেন, তৃণমূল দলটা তৈরির পিছনে ছিলাম আমি। আজ তাই প্রায়শ্চিত্ত করতে হচ্ছে।

English summary
Mukul Roy gives message for Bengal in tarhet of Loksabha Election 2019. He says Trinamool Congress will not get 20 seats now.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X