For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘দলটা তো পিসি-ভাইপোর কোম্পানি!’ তৃণমূলের ‘বাচ্চা ছেলে’কে পাল্টা চ্যালেঞ্জ মুকুলের

অভিষেকের নাম না করেই মুকুল রায় নিশানা করেন তৃণমূলের যুব সভাপতিকে। তিনি বলেন, বহু জায়গায় বহু কথা বলছে তৃণমূলের বাচ্চা ছেলে। আমিও তা্ঁকে চ্যালেঞ্জ করছি।

  • |
Google Oneindia Bengali News

দু-দিন আগেই ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূলের বর্তমান 'সেকেন্ড ইন কম্যান্ড' প্রাক্তনীকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন। এবার সেই চ্যালেঞ্জের জবাব দিলেন সেই প্রাক্তন 'সেকেন্ড ইন কম্যান্ড' তথা বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়। সেইসঙ্গে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন, 'সবং-এ বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, সন্ত্রাস করে ভোটে জেতার দিন শেষ।'

তৃণমূলের ‘বাচ্চা ছেলে’কে পাল্টা চ্যালেঞ্জ মুকুলের

এদিন অভিষেকের নাম না করেই মুকুল রায় নিশানা করেন তৃণমূলের যুব সভাপতিকে। তিনি বলেন, 'বহু জায়গায় বহু কথা বলছে তৃণমূলের বাচ্চা ছেলে। আমিও তা্ঁকে চ্যালেঞ্জ করছি, ভারতের যে কোনও প্রান্তে যে কোনও আসনে লড়াই করুন, আমিও তৈরি আছি।' সবংয়ে বিজেপির কর্মিসভা থেকে চ্যালেঞ্জ ছুড়লেন মুকুল।

মুকুল রায় বলেন, 'তৃণমূল দলটা এদিন পিসি-ভাইপোর কোম্পানিতে পরিণত হয়েছে।' এরপরই তিনি রাজ্যের তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনারাই এখন ঠিক করুন, পিসি-ভাইপোর কোম্পানিতে চাকরি করবেন নাকি পিসি-ভাইপোর কোম্পানি থেকে বেরিয়ে সত্যিকারের রাজনৈতিক দলের হয়ে মানুষের সেবা করবেন।'

তৃণমূলের ‘বাচ্চা ছেলে’কে পাল্টা চ্যালেঞ্জ মুকুলের

তাঁর কথায়, 'এবার আর সন্ত্রাস করে জেতা সহজ হবে না তৃণমূলের। এবার সবংয়ের বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর টহল থাকবে। ফলে সন্ত্রাস করে ভোটে জেতার দিন শেষ হয়ে গিয়েছে। ফলে আপনাদের ভোটাধিকার এবার আর কেউ কাড়তে পারবে না। আপনাদের ভোট আপনারাই দেবেন। আর সেই ভোটদান করেই গণতান্ত্রিক ভাবে তৃণমূলকে উৎখাত করবেন।'

'আপনারা মনে মনে শপথ নিন- জয়দেব জানার হত্যাকারীকে একটা ভোটও দেবেন না। সেইসঙ্গে বুথ আগলে রাখুন। তাহলে দেখবেন সবংয়ের মাটিতে নতুন ইতিহাস তৈরি হচ্ছে। এই সবং দিয়ে শুরু হোক নতুন ইতিহাসের বিজয়যাত্রা। পশ্চিমবঙ্গের রাজনীতিতেো একটা নতুন ইতিহাস তৈরি হবে সবংয়ের মাটি থেকে।'

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি। বলেন,'আমি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা। প্রথম স্বাক্ষরকারী। আমি সেই দল থেকে বেরিয়ে অন্য দল করছি। কেন করছি? কারণ তৃণমূল কংগ্রেস নামে দলটারই অস্তিত্ব নেই। ওটা একটা কোম্পানি। আর ওই দলের কর্ণধার বলে যিনি দাবি করেন, তাঁর ছবি দিয়ে কাট আউট আর দেখতে পাবেন না। দেখতে পাবেন না ছবির নিতে বড় বড় হরফে লেখা-'সততার প্রতীকও'। ওসব এখন অতীত হয়েছে।'

মুকুল রায় বলেন,'ইতিমধ্যে অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের ডাকসাইটে অনেক নেতাই তাঁকে বলেছেন, গুজরাট ভোট টা মিটেত দিন, তারপরই বিজেপিতে যোগ দেব। আর সিপিএম বলছে, আমরা এখন অতীত, আপনাদের সঙ্গে একটু থাকতে দিন।'গুজরাট ভোটের ফলাফলের পরই বঙ্গ বিজেপিতে জোয়ার আসবে বলে তাঁর দাবি।

English summary
Mukul Roy gives challenge to Abhishek Banerjee and says TMC is a private limited company.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X