For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ১৭ মন্ত্রীকে হারিয়ে দিয়েছে বিজেপি! মিশন একুশে মুকুলের মোক্ষম চ্যালেঞ্জ

এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের ১৭ জন মন্ত্রীকে হারিয়ে দিয়েছে বিজেপি। অবাক হবেন না, এটাই সত্যি। ১৭ জন মন্ত্রী সরাসরি লড়াই করেননি ঠিকই।

Google Oneindia Bengali News

এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের ১৭ জন মন্ত্রীকে হারিয়ে দিয়েছে বিজেপি। অবাক হবেন না, এটাই সত্যি। ১৭ জন মন্ত্রী সরাসরি লড়াই করেননি ঠিকই। লোকসভা ভোটের হিসেবে ১৭ মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছে তৃণমূল। এই পরিসংখ্যান ২০২১-এর আগে নতুন করে শক্তি জোগাচ্ছে বিজেপিকে।

১৭ জন মন্ত্রী হেরে গিয়েছেন

১৭ জন মন্ত্রী হেরে গিয়েছেন

এই মর্মে মুকুলের হুঁশিয়ারি, রাজ্যের ১৭ জন মন্ত্রী হেরে গিয়েছেন। সাকুল্যে ১২৯টি বিধানসবা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে বাংলায়। ভোট হলে বাকিটা আমরা পূরণ করে নেব। ফলে ২০২১-এ রাজ্যে পরিবর্তনের পরিবর্তন হচ্ছেই। আর কোনও রাস্তা নেই। মমতা বন্যো নপাধ্যায়ের দলকে শাসন ক্ষমতা থেকে সরে যেতেই হবে এবার।

১২৯ বিধানসভা এলাকায় পিছিয়ে

১২৯ বিধানসভা এলাকায় পিছিয়ে

এই ১৭ মন্ত্রী-সহ ১২৯ বিধানসভা এলাকায় পিছিয়ে থাকায় তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে মুকুল রায় বলেন, মানুষের রায় মেনেই সরে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ভান করলেও, পালানোর রাস্তা নেই। তাঁকে গণতান্ত্রিকভাবে হারিয়েও বাংলা থেকে বিদায় জানানো হবে। চ্যালেঞ্জটা দিয়েই রাখলেন মুকুল রায়।

কাজ শেষ, তাই তৃণমূলও শেষ

কাজ শেষ, তাই তৃণমূলও শেষ

মমতা বন্যোাতপাধ্যায় বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজ শেষ, এবার দলকে বেশি সময় দেবেন তিনি। সেই কথার পরিপ্রেক্ষিতে মুকুল রায় বলেন, সিপিএমকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ শেষ, তাই তৃণমূলও শেষ। এবার বিজেপি রাজ্যে প্রকৃত পরিবর্তন আনবে। লোকসভায় ১৮টা আসন জিতে সেই যাত্রার সূচনা করে দিয়েছে বিজেপি।

তৃণমূলকে হারিয়েই মিশন শেষ হবে

তৃণমূলকে হারিয়েই মিশন শেষ হবে

মুকুল বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্য থেকে ১৮ জন সংসদ পেয়েছে। বাংলার মানুষকে এ জন্য ধন্যবাদ। এই সংখ্যাটা আরও বাড়তে পারত। তবে এবার না বাড়লেও আসন্ন বিধানসভায় তাঁরা লক্ষ্যপূরণ করেই ছাড়বে। তৃণমূলকে হারিয়েই তাঁদের মিশন শেষ হবে। তৃণমূলের বিদায়-পথ প্রশস্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে।

English summary
Mukul Roy gives accounts that BJP defeats Mamata Banerjee’s 17 ministers. Mukul Says BJP will bring change in Bengal to defeat Mamata Baneerjee in 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X