For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগে স্বস্তি পেলেন মুকুল রায়, বড়সড় মামলায় মিলল জামিন

  • |
Google Oneindia Bengali News

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় শেষমেশ এগারো বছরের পুরনো এক মামলায় জামিন পেলেন। প্রসঙ্গত, বিজেপির এই হেভিওয়েট এবার কৃষ্ণনগর উত্তরের প্রার্থী। আর তাঁর ভোট ময়দানে লড়াইয়ের মাঝেই এল স্বস্তির খবর।

 কোন মামলায় জামিন পেলেন মুকুল রায়?

কোন মামলায় জামিন পেলেন মুকুল রায়?

জানা গিয়েছে, এগারো বছরের পুরনো লাভপুরে তিন সিপিএম সমর্থকের হত্যা মামলায় এদিন জামিন পেয়েছেন মুকুল রায়। এই মামলায় আগেই তিনি কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এরপর বিজেপি নেতা স্বস্তি পেলেন বোলপুর মহকুমা আদালতের রায়ে।

 কী ঘটেছিল ২০১০ সালে?

কী ঘটেছিল ২০১০ সালে?

প্রসঙ্গত, ২০১০ সালে বালিরঘাটের এক সালিশি সভায় ৩ সিপিএম সমর্থককে ডেকে এনে খুন করার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল মনিরুল ইসলামের বিরুদ্ধে। যিনি তখন সদ্য ফরোয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে এসেছেন। পরে মনিরুন জামিন পান। পরবর্তীকালে সেই মনিরুল ইসলাম বিজেপিতে যোগ দেন মুকুল রায়ের হাত ধরে। তারপর ২০১৯ সালে এই মামলায় পুনরায় তজন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।

কোন অভিযোগ ছিল মুকুলের বিরুদ্ধে?

কোন অভিযোগ ছিল মুকুলের বিরুদ্ধে?

জানা গিয়েছে, ওই ২০১০ সালে খুনের মামলায় মনিরুল, আনারুলকে প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল মুকুল রায়ের বিরুদ্ধে। চার্জশিটে নাম ওঠে বিজেপির হেভিওয়েটের। সেই মামলাতেই জামিন পেলেন মুকুল।

ভোটের লড়াই ও মুকুল

ভোটের লড়াই ও মুকুল

আদালতের তরফে এই রায় এসে যাওয়ায় কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী মুকুল রায়ের ভোটে লড়াইয়ের ক্ষেত্রে আইনি আর জটিলতা রইল না। এদিকে, জানা গিয়েছে, আদালতের রায়কে স্বাগত জানিয়ে মুকুল রায় কৃতজ্ঞতা জানিয়েছেন।

English summary
Mukul Roy gets relief before wb poll in a case related to 3 CPM supporter case in Labhpur of Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X