আতঙ্কে হোলি খেললেন না মুকুল রায়! করোনা নিয়ে সতর্কতা জারি রাজ্য সরকারের
নভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। সেই করোনা আতঙ্কে এবছর দোল উৎসবে শরীরে রঙ ছোঁয়ালেন না বিজেপি নেতা মুকুল রায়। বিগত বছরের দোল উৎসবে হাজার ব্যস্ততার মধ্যেও দোলের আগের দিন বাড়ি ফিরে আসতেন তিনি। পর দিন অংশ নিতেন দোল উৎসবে। এলাকার কচি কাচা থেকে শুরু করে তার অনুগামী ও প্রতিবেশীদের সঙ্গে মাত তেন রঙের উৎসবে।

কিন্তু এবারের ছবিটা একেবারেই অন্য। জানা গিয়েছে, রবিবার রাতে তিনি তার কাঁচরাপাড়ার বাড়িতে ফিরলেন ঠিকই। সকালে তাঁর দলের অনুগামীদের সঙ্গেও মিলিত হন মুকুল রায়। কিন্তু গায়ে ছোঁয়ালেন না এক ফোঁটাও রঙ।
উপরন্তু করোনা নিয়ে তিনি সতর্কতার সঙ্গে জানান , 'করোনা ভাইরাস নিয়ে দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক থাকতে বলেছেন। এদেশে প্রায় ৩১ জন মানুষ আক্রান্ত। সেই কারনে এই বছর সকলকে দোলের শুভেচ্ছা জানাচ্ছি। সকলে সতর্ক থাকুন। দোলযাত্রার শুভেচ্ছা সবাইকে।
রাজ্য সরকার ও করোনা ভাইরাস নিয়ে সতর্কতার বিজ্ঞপ্তি জারি করেছে। সকলে সতর্ক থাকুন।'

অন্যান্য বছর নিজের বাড়িতেই দোল উৎসবে মেতে উঠতে দেখা যায় মুকুল রায়কে। তবে এই বছর করোনা ভাইরাস আতঙ্কের জেরে শরীরে আবির বা রঙ ছোয়ালেন না মুকুল রায়।
উল্লেখ্য, গত শুক্রবার করোনা নিয়ে বিশেষ সর্তকতা জারি করেছে রাজ্য সরকার।
রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওয়র্ল্ড হেল্থ অর্গানাইজেশন (WHO) ইতিমধ্যেই এমারজেন্সি জারি করেছে। প্রায় ১ লক্ষ ৯২ হাজার জনের স্ক্রিনিং করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। ১৯ টি দেশ থেকে ফেরা ১৫৪১ জন পর্যটকেরও পরীক্ষা হয়েছে। ২৩৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছিল। কিন্তু সবই নেগেটিভ। কারও শরীরেই করোনা ধরা পড়েনি। এখন ৩ জন ভরতি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে।'
এনিয়ে রাজ্যের একটি কলসেন্টার নং ও রাজ্য সরকারের তরফে একটি হেল্পলাইন নং চালু করা হয়েছে বলে জানিয়েছে নবান্ন।
কলসেন্টার নং - ১৮০০-৩১৩-৪৪-২২, রাজ্যের হেল্পলাইন - ০৩৩-২৩৪১-২৬০০