For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ত্রাসের ভিডিও দেখিয়ে ভোটপ্রক্রিয়া বন্ধ করার দাবি মুকুলের! সুযোগ দিল না কমিশন

পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। তা আবারও একবার প্রমাণ হয়ে গেল এদিন। পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকেই সেই ছবি দেখল রাজ্যের মানুষ।

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। তা আবারও একবার প্রমাণ হয়ে গেল এদিন। পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকেই সেই ছবি দেখল রাজ্যের মানুষ। এরপর এই ভোটের আর কোনও মূল্য নেই বলে অভিযোগ করেন মুকুল রায়। শুধু অভিযোগ করেই তিনি ক্ষান্ত নন, বিজেপির তরফে নির্বাচন পক্রিয়া বন্ধের দাবিও জানান তিনি। তিনি বলেন, সন্ত্রাসের ভিডিও দেখে ভোট প্রক্রিয়া বন্ধ করাই উচিত ছিল কমিশনের।

সন্ত্রাসের ভিডিও দেখিয়ে ভোটপ্রক্রিয়া বন্ধ করার দাবি মুকুলের! সুযোগ দিল না কমিশন

[আরও পড়ুন:ভোট বাতিলের দাবিতে এবার মামলার গেরোয় পড়তে চলেছে পঞ্চায়েতের ভবিষ্যৎ][আরও পড়ুন:ভোট বাতিলের দাবিতে এবার মামলার গেরোয় পড়তে চলেছে পঞ্চায়েতের ভবিষ্যৎ]

মুকুল রায় জানান, তিনি প্রতিনিধি দলকে নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। চেয়েছিলেন সন্ত্রাসের ভোট বাতিলের দাবি জানাতে। কিন্তু কমিশন সেই সুযোগ দেয়নি তাঁদের। তিনি এরপরই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, সকাল থেকে রাজ্যজুড়ে চলছে সন্ত্রাস। গুলি চলছে, বোমাবাজি হচ্ছে, রক্তক্ষয়ী ভোটে প্রাণহানি ঘটছে, তাই এই ভোট বন্ধ করে দেওয়া দরকার ছিল।

তিনি বলেন, এই পঞ্চায়েত ভোট মানবজাতির পক্ষে লজ্জার। পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে, তা অভিপ্রেত নয়। আমরা কমিশনকে অনেকবার বলেছি। কিন্তু কমিশন কোনও কথা শোনেনি। আসলে কমিশন বিজেপিকে ফেস করতেই ভয় পাচ্ছে। এমনকী এই ভোট সন্ত্রাসের ঘটনায় আমরা স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করি। যোগাযোগ করা যায়নি।

[আরও পড়ুন: নির্বাচনী হিংসায় আক্রান্ত পুলিশ! আহত রতুয়া থানার ওসি সহ আরও এক কর্মী][আরও পড়ুন: নির্বাচনী হিংসায় আক্রান্ত পুলিশ! আহত রতুয়া থানার ওসি সহ আরও এক কর্মী]

English summary
Mukul Roy demands to stop the voting process by showing video of vote-terrorism Description: BJP leader Mukul Roy demands to stop the voting process by showing video of vote-terrorism.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X