For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দার্জিলিং পুরসভার দখল আসছে বিজেপির হাতে! ১৭ কাউন্সিলরকে দলে নিয়ে হুঙ্কার মুকুলের

দার্জিলিং পুরসভা দখল করতে চলেছে বিজেপি। শনিবার বিজেপির পক্ষ থেকে মুকুল রায়ের এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

Google Oneindia Bengali News

দার্জিলিং পুরসভা দখল করতে চলেছে বিজেপি। শনিবার বিজেপির পক্ষ থেকে মুকুল রায়ের এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। মুকুল রায় জানান, এদিন থেকে দার্জিলিং পুরসভায় সংখ্যাগরিষ্ঠ হল বিজেপি। এদিন মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন ১৭ জন গোর্খা জনমুক্তি মোর্চা কাউন্সিলর।

দার্জিলিং পুরসভার দখল আসছে বিজেপির হাতে! হুঙ্কার মুকুলের

শনিবার ১৭ জন গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপিতে যোগ দান করার পর মুকুল রায় বলেন, দার্জিলিংয়ে সংখ্যাগরিষ্ঠ হল বিজেপি। আগামী সপ্তাহের মধ্যেই দার্জিলিং পুরসভা বিজেপির হাতে চলে আসবে। কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বে এই পুরসভায় ক্ষমতা বদল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কঠোর বার্তা দেবে বিজেপি।

এদিরে ২০১৯-এর লোকসভায় বিজেপির উত্থানের পর তৃণমূল ও অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। বর্ধমানে তিন হাজারেরও বেশি কর্মী-সমর্থক যোগ দেন বিজেপিতে। বর্ধমানের কার্জন গেটে বিজেপির দলীয় সভায় বিজেপির পতাকা তুলে দেওয়া হয় যোগদানকারীদের হাতে। আবার উত্তর ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫ হাজার তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন বলে দাবি বিজেপির।

English summary
Mukul Roy demands BJP can occupy Darjeeling municipality. 17 GJM councilors join in BJP. After joining them they can bring no trust against municipality of Darjeeling,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X