For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের লড়াই নোটার সঙ্গে! বাংলায় ভোট হলে মমতাও হারবেন, কটাক্ষ মুকুলের

ত্রিপুরা-সহ তিন রাজ্যের ফল ঘোষণার পর বিজেপি নেতা মুকুল রায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাঁর এক সময়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Google Oneindia Bengali News

তৃণমূল এখন নোটার সঙ্গেও লড়তে পারছে না। নোটার থেকেও কম ভোট পাচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফলাফলই তৃণমূলের জন্য অশনি সংকেত বয়ে আনল। শনিবার সাংবাদিক সম্মেলনে মুকুল রায় বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের আসনটিও ধরে রাখতে পারবেন না। আজ যদি ভোট হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের কেন্দ্র ভবানীপুরেই হারবেন।' ত্রিপুরা-সহ তিন রাজ্যের ফল ঘোষণার পর বিজেপি নেতা মুকুল রায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাঁর এক সময়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তৃণমূলের লড়াই নোটার সঙ্গে! বাংলায় ভোট হলে মমতাও হারবেন, কটাক্ষ মুকুলের

[আরও পড়ুন: নোটার থেকেও কম ভোট পেল তৃণমূল! মানিকের রাজ্যে মমতার দল বেকায়দায় ][আরও পড়ুন: নোটার থেকেও কম ভোট পেল তৃণমূল! মানিকের রাজ্যে মমতার দল বেকায়দায় ]

ত্রিপুরার ভোটের ফলে উৎসাহিত বিজেপি নেতৃত্ব এদিন চাঁছাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। এদিন রাজ্য বিজেপি শিবিরে একতার চিত্র ফুটে ওঠে। কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছাড়ার বার্তা দেন মুকুল রায় ও দিলীপ ঘোষ। মুকুল রায় বলেন, 'যদি এখনই ভোট হয়, মানুষ যদি ভোট দিতে পারে ভবানীপুরে জিততে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'

এরপর তিনি বলেন, 'যদি তিনি ভবানীপুরে জিততে পারেন, তাহলে তাঁকে নেত্রী বলে মানব। আমার বিশ্বাস দিন এখন বদলে গিয়েছে। মানুষ এখন বিজেপিকেই ভোট দেবেন।' তিনি আরও বলেন, 'বাংলায় গণতন্ত্র নেই। বাংলার মানুষ নিজের ভোট নিজে দিতে পারেন না।' মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের তির ছুড়ে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএমে কারচুপির অভিযোগ করছেন। কারণ, তৃণমূল নেত্রী মমতা কোনওদিন হার মেনে নিতে পারেন না।'

এদিন মুকুল রায় বাংলার গণতন্ত্র নিয়েও প্রশ্ন ছুড়ে দেন। এ রাজ্যে পুলিশ রাজ চলে বলে তাঁর অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললেই এ রাজ্যে পুলিশ লেলিয়ে দেওয়া হয়। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতেই এ রাজ্যে পরিবর্তন দরকার। সেই পরিবর্তনই হবে প্রকৃত পরিবর্তন।

English summary
Mukul Roy criticizes Mamata Banerjee on tripura vote result. He says that now TMC is defeated by NOTA. So Mamata Banerjee will lost in her seat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X