For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা খেই হারিয়েছেন রাজনীতির লড়াইয়ে, সুপ্রিমো বনেছেন প্রশান্ত! কটাক্ষ মুকুলের

লোকসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি তৃণমূল। বিজেপিকে ফিনিশ করতে গিয়ে নিজেদের বিপদজ ডেকে এনেছেন মমতা। এই পরিস্থিতিতে একুশের বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি তৃণমূল। বিজেপিকে ফিনিশ করতে গিয়ে নিজেদের বিপদজ ডেকে এনেছেন মমতা। এই পরিস্থিতিতে একুশের বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল। ২০২১-কে পাখির চোখ করে ভোট কৌশলী হিসেবে প্রশান্ত কিশোরকে নিয়োগ করতেই ভেসে আসছে কটাক্ষের বন্যা।

মুকুল রায়ের অভাব ঢাকতে

মুকুল রায়ের অভাব ঢাকতে

এক সময়ে মমতার ডানহাত ছিলেন মুকুল রায়। তৃণমূলের যাবতীয় ভোট পরিকল্পনা করেছেন নিজে হাতে। এথন তিনি বিজেপিতে। দলে মুকুল রায়ের অভাব ঢাকতে প্রশান্ত কিশোরকে দায়িত্ব দিয়েছেন মমতা। আর মমতার এই পরিকল্পনা নিয়ে শ্লেষ দেগেছেন মুকুল রায়।

মমতা বন্দ্যোপাধ্যায় আর পারছেন না

মমতা বন্দ্যোপাধ্যায় আর পারছেন না

মুকুল রায় মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর পারছেন না। এককভাবে বিজেপিকে ঠেকাতে না পেরে এখন তিনি প্রশান্ত কিশোরকে সামনে এনেছেন। মুকুলের কথায়, এখন তৃণমূল দলের সভাপতি হয়ে গিয়েছেন প্রশান্ত কিশোর। তিনিই এখন সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশান্ত কিশোরের নির্দেশে চলছে বলেও তোপ দাগেন মুকুল

দলটাকে বেচে দিতে হয়েছে, কটাক্ষ

দলটাকে বেচে দিতে হয়েছে, কটাক্ষ

একদা তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' ছিলেন। বর্তমানে তিনি বিজেপির নেতা। এহেন মুকুল বলেন, এতটাই দুর্দশা হয়েছে তৃণমূলের যে, দলটাকে বেচে দিতে হয়েছে প্রশান্ত কিশোর নামে এক বাণিজ্যিক সংস্থার কাছে। এরপরই মুকুলের কটাক্ষ, উনি কী? উপদেষ্টা নাকি অন্য কোনও পদাধিকারী? উনি কি বিনা পারিশ্রমিকেই এসব করছেন?

তৃণমূল এখন কর্পোরেট হাউস

তৃণমূল এখন কর্পোরেট হাউস

মুকুলের কটাক্ষ তৃণমূল এখন কর্পোরেট হাউস হয়ে গেছে। আদতে তৃণমূল দলটা এখন একটি কোম্পানি। তাই প্রশান্ত কিশোরকে নিয়োগ। কোনও পদ না দিয়েই তিনি প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে চলছেন। দলের সভাপতি দল চালাতে পারছেন না, বাইরের একজন দল চালাচ্ছেন। তাহলে বলতেই হয় মমতা তাঁর হাতেই গুরুভার দিয়েছেন।

English summary
Mukul Roy criticizes Mamata Banerjee on Prashant Kishor appointment. He seems Mamata Banerjee can’t give fight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X