For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষের পাল্টা দিচ্ছেন মুকুল রায়! রাজ্যে বিজেপির মধ্যেই এনআরসি নিয়ে ভিন্নসুর তীব্র

দিলীপের পাল্টা দিচ্ছেন মুকুল! রাজ্যে বিজেপির মধ্যেই এনআরসি নিয়ে ভিন্নসুর তীব্র

  • |
Google Oneindia Bengali News

রাজ্য বিজেপিতে এখন ঘোর দ্বন্দ্ব এনআরসি নিয়ে। একপক্ষ বলছে এনআরসি হবে, অন্যপক্ষ বলছে রাজ্যে এনআরসি হবে না। দুই বিপরীতধর্মী প্রচার চলছে চুটিয়ে। ঠিক যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক কথা বলছেন, উল্টো কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। আর এখানে দিলীপের মুখে যে কথা বিরুদ্ধ কথা মুকুলের মুখে।

দিলীপের কথার বিরুদ্ধাচারণ মুকুলের

দিলীপের কথার বিরুদ্ধাচারণ মুকুলের

দিলীপ ঘোষের সাফ কথা বাংলাতে এনআরসি হবে। রাজ্যে এক কোটি মুসলিম অনুপ্রবেশকারী রয়েছে। তাদের সবাইকে দেশছাড়া করা হবে। অসমে হয়েছে। এবার বাংলায় এনআরসি করা হবে। আর তারপরই দিলীপের কথার বিরুদ্ধাচারণ করে মুকুল রায় সাফ জানিয়ে দিলেন, রাজ্যে এনআরসি হচ্ছে না।

রাজ্যে এনআরসি হচ্ছে ন, দাবি মুকুলের

রাজ্যে এনআরসি হচ্ছে ন, দাবি মুকুলের

মুকুল রায় বলেন, স্পষ্টভাবেই বলছি, রাজ্যে এনআরসি হচ্ছে না। যাঁরা প্রচার করছেন এনআরসি হবে, তাঁরা ভুল বলছেন। ভ্রান্ত প্রচার চালাচ্ছেন, অন্যায় করছেন। তাঁরা বাংলার মানুষের সঙ্গে তথা ভারতের মানুষের সঙ্গে তঞ্চকতা করছেন। বাংলায় এনআরসির কোনও আলোচনাই হয়নি।

মোদীর কথার অনুসরণে মুকুলের বার্তা

মোদীর কথার অনুসরণে মুকুলের বার্তা

খোদ মোদী জানিয়েছেন, এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি। মোদীর ওই বক্তব্যের পরের দিন অমিত শাহও মোদীর কথা সমর্থন করেছিলেন। তারপরও রাজ্যের কোনও কোনও নেতা এনআরসি চাই, এনআরসি হবে বলে প্রচার চালিয়ে যাচ্ছেন। রাজ্যে বিজেপি নেতাদের অবস্থা হয়েছে না ঘরকা না ঘাটকা।

বিজেপি নেতাদের কথায় বিভ্রান্তি

বিজেপি নেতাদের কথায় বিভ্রান্তি

রাজ্যের বিজেপি নেতারা আগেও এনআরসির পক্ষে তুমুল প্রচার চালাচ্ছিলেন। তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ তখন জানিয়েছিলেন, এনআরসিনিয়ে কোনও প্রচার নয়, সিএএ নিয়ে প্রচার চালাতে। কিছুদিন এনআরসি নিয়ে মুখ বন্ধ রাখলেও দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজ্যের বহু নেতা এখন এনআরসি নিয়ে সরব।

মুকুলের কথার সমালোচনা সুব্রতর

মুকুলের কথার সমালোচনা সুব্রতর

দিলীপ ক-দিন ধরে এনআরসি নিয়ে সরব হতে এবার মুকুল রায়ও মোদীর সুরে সুর মিলিয়ে বললেন, এনআরসি হবে না। রাজ্যে এনআরসির কোনও সম্ভবনা নেই। আর মুকুলের এই কথার প্রেক্ষিতে আবার সরব হয়েছেন দলের সাধারণ সম্ফাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, মুকুলবাবুর কাছে কোনও খবর থাকতে পারে, আমার কাছে এনআরসি নিয়ে কোনও খবরই নেই।

‌শিশুরাই আমায় কাজের উৎসাহ ও শক্তি জোগায়:‌ নরেন্দ্র মোদী‌শিশুরাই আমায় কাজের উৎসাহ ও শক্তি জোগায়:‌ নরেন্দ্র মোদী

English summary
Mukul Roy counters Dilip Ghosh on NRC issue in West Bengal. Mukul Roy says No NRC in West Bengal, BJP’s leaders is campaigning wrong
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X