For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধাননগরকে ভাটপাড়ার সঙ্গে তুলনা! তাপস চ্যাটার্জি আসতে পারেন বিজেপিতে, কারণ জানালেন মুকুল রায়

ভবিষ্যতে বিধাননগরের মেয়র তাপস চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার জন্য আবেদন জানাতে পারেন।

Google Oneindia Bengali News

ভবিষ্যতে বিধাননগরের মেয়র তাপস চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার জন্য আবেদন জানাতে পারেন। এদিন এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। কারণ প্রসঙ্গে মুকুল রায় জানান, সম্পত্তি আর বৈভব বাঁচাতেই তাপস চট্টোপাধ্যায়ের দল বদলের সম্ভাবনা রয়েছে।

অনাস্থায় ভাটপাড়ার সঙ্গে তুলনা বিধাননগরের

অনাস্থায় ভাটপাড়ার সঙ্গে তুলনা বিধাননগরের

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। তাতে সই করেছেন ৩৫ জন তৃণমূল কাউন্সিলর। যদি তাতে দমে যেতে রাজি নন বিজেপি নেতা মুকুল রায়। তিনি এই অনাস্থা ভোটকে ভাটপাড়ার সঙ্গে তুলা করেছেন। তিনি বলেন, তৃণমূল দাবি করেছিল অধিকাংশ কাউন্সিলর তাদের সঙ্গে রয়েছে। যদিও তা শেষ পর্যন্ত হয়নি।

 'তাপস চট্টোপাধ্যায় বিজেপিতে আসতে পারেন'

'তাপস চট্টোপাধ্যায় বিজেপিতে আসতে পারেন'

তৃণমূল নেতা তথা বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করলেন মুকুল রায়। তিনি বলেন, তাপস চট্টোপাধ্যায় একসময়ে
সিপিএম-এ ছিলেন। রাজারহাটের গবির মানুষদের জমি কেড়ে নেওয়ায় অন্যতম অভিযুক্ত ছিলেন। পরে তৃণমূল ক্ষমতায় আসার পর সম্পত্তি আর বৈভব বাঁচাতে তৃণমূলে
যোগ দেন। মুকুল রায় কটাক্ষ করে বলেন, ভবিষ্যতে দেখা যাবে, বিজেপির কারও কাছে গিয়ে তাপস চট্টোপাধ্যায় দরবার করছেন, যাতে তাঁকে বিজেপিতে নেওয়া হয়।

'দাদা হিসেবে সব্যসাচীর পাশে'

'দাদা হিসেবে সব্যসাচীর পাশে'

রবিবার রাতে বিধাননগর সুইমিং পুল অ্যাসোসিয়েশনের অফিসে সব্যসাচী দত্তের সঙ্গে বৈঠক করেন মুকুল রায়। পরে তিনি জানান, দাদা হিসেবে সব্যসাচীর পাশে রয়েছেন তিনি। সব্যসাচীর প্রসঙ্গ তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো প্রসঙ্গে মুকুল রায় বলেন, তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি খায় না মাথায় দেয়। কেননা সেখানে কী হয়, তার(মুকুল রায়) থেকে ভাল কেউ জানেন না। এরপরেই মুকুল রায়ের মুখে উঠে আসে তৃণমূল নেতৃত্ব নিয়ে তির্যক মন্তব্য। তিনি সাংবাদিকদের বলেন, এখন যিনি তৃণমূল চালাচ্ছেন, তিনি লন্ডনে
রয়েছেন না সুইৎজারল্যান্ডে, তা খোঁজ নিয়ে দেখুন। সব্যসাচী দত্তকে গুরুত্বপূর্ণ সংগঠক বলে বর্ণনা করেন মুকুল রায়। পাশাপাশি তিনি জানান, সব্যসাচী তৃণমূলে যোগ দেওয়ার আবেদন করেননি।

English summary
Mukul Roy comments on Bidhannagar not confidence and Tapas Chatterjee. He comparesBidhannagar no confidence with Bhatpara. He also told, deputy mayor may come to BJP's fold.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X