For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল ঘনিষ্ঠ বিধায়ক যোগ দিচ্ছেন না বিজেপিতে, মমতাতেই আস্থা জানিয়ে ফেসবুক পোস্ট

মুকুল-পুত্র শুভ্রাংশুর সঙ্গে তৃণমূলের আরও দুই বিধায়ক শীলভদ্র দত্ত ও সুনীল সিংও যোগ দেবেন বিজেপিতে। কিন্তু একা শুভ্রাংশর যোগ দিলেন বিজেপিতে।

Google Oneindia Bengali News

রবিবার থেকেই ফের রটে গিয়েছিল বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত যোগ দিতে চলেছেন বিজেপিতে। মুকুল-পুত্র শুভ্রাংশুর সঙ্গে তৃণমূলের আরও দুই বিধায়ক শীলভদ্র দত্ত ও সুনীল সিংও যোগ দেবেন বিজেপিতে। কিন্তু মুকুল-অর্জুনের গড় থেকে একা শুভ্রাংশু যোগ দিলেন বিজেপিতে। আর শীলভ্রদ্র দত্ত ফেসবুক পোস্ট করে জানিয়ে দিলেন, তিনি নেত্রীর সঙ্গেই থাকছেন।

সম্ভাবনা উড়িয়ে দিলেন শীলভদ্র

কার্যত তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের সমূহ সম্ভাবনা উড়িয়ে দিলেন শীলভদ্র দত্ত। দুদিন ধরে বারাকপুরের বিধায়ককে নিয়ে জল্পনার পারদ চড়েছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার সকালেই সেই জল্পনায় জল ঢেলে দিলেন বিধায়ক নিজেই। তিনি এদিন সকালে দলবদলের জল্পনা নিয়ে ফেসবুক পোস্টে স্পষ্ট করে দেন অবস্থান।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন

তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গতি রেখেই তিনি চলবেন। তৃণমূল ছাড়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন, তাঁর নেতৃত্বেই কাজ করবেন। তিনি ফেসবুকে লেখেন, আমি পাঁচদিন হাসপাতালে ভর্তি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকব।

দলবদলের জল্পনার পারদ চড়েছিল

দলবদলের জল্পনার পারদ চড়েছিল

এর আগেও তাঁকে নিয়ে দলবদলের জল্পনার পারদ চড়েছিল। মুকুল রায় ঘনিষ্ঠ বলে পরিচিত শীলভদ্র্ দত্ত। তাঁকে নিয়ে জল্পনা বাড়ে মুকুল রায় বিজেপিতে যোগদানের পর। তখনও তিনি যোগদান করেননি বিজেপিতে। থেকেছেন তৃণমূলেই। এবার বারকপুর লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ফের একবার তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়।

দলবদলের লাইনে নেই শীলভদ্র

দলবদলের লাইনে নেই শীলভদ্র

উল্লেখ্য, এদিন শুভ্রাংশু রায়ের সঙ্গে আরও দুই বিধায়ক যোগ দেন বিজেপিতে। যোগ দেন বিষ্ণপুরের বিধায়ক তুষার ভট্টাচার্য ও হেমতাবাদের বাম বিধায়ক দেবেন রায়। রটে যায় শীলভদ্র্র দত্ত ও সুনীল সিংও যোগ দিতে পারেন এদিন। উল্লেখ্য, বারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ সালে প্রথমবার বিধায়ক হন তিনি। ফের ২০১৬ সালেও সেই ওই আসন থেকে জেতেন। মুকুল রায় তৃণমূল কংগ্রেসে থাকার সময় শীলভদ্র্র মুকুল-ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

English summary
Mukul Roy closed MLA Shilbhadra Dutta will stay in Mamata Banerjee’s TMC. He clears that on his facebook post to deny speculation of party change
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X