For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে ফিরতেও ‘শর্ত’ বিজেপির কোণঠাসাদের! কঠিন অঙ্ক কষছেন মুকুল অনুগামীরা

তৃণমূলে ফিরতেও ‘শর্ত’ বিজেপিতে কোণঠাসাদের! কঠিন অঙ্ক কষছেন মুকুল অনুগামীরা

Google Oneindia Bengali News

মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে গিয়েও সম্মানজনক পদ মেলেনি। সম্মান পাননি দলে। উল্টে জুটেছে অবহেলা। ক্রমেই বিজেপিতে কোণঠাসা মুকুল অনুগামীদের একটা বড় অংশ। তাঁরা এখন বিকল্প পথ খুঁজছে। পুরসভা ভোটের আগে তাঁরা ফের বিজেপিতে পিরতে পারেন। কিন্তু তার জন্য শর্ত আরোপ করেছেন সেইসব মুকুল অনুগামীরা।

তৃণমূলে ফেরার পথ খুঁজছেন ওঁরা

তৃণমূলে ফেরার পথ খুঁজছেন ওঁরা

তৃণমূলে মুকুল ঘনিষ্ঠরা একে একে বিজেপিতে ভিড় জমিয়েছিলেন তাঁর যোগদানের পর। কিন্তু তাঁরা বিজেপিতে গিয়ে সে অর্থে প্রভাব বিস্তার করতে পারেননি। তাই বিজেপিতে নিষ্ক্রিয় সেইসব নেতারা অনেকেই পুরনো দলের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন। তৃণমূলে ফেরার পথ খুঁজছেন তাঁরা।

তৃণমূল ফেরার শর্ত আরোপ

তৃণমূল ফেরার শর্ত আরোপ

তিনি জানিয়েই দিয়েছেন, তৃণমূল ফিরলেও সম্মানজনক পদ চাই। তা না হলে তৃণমূলে ফিরব না। বিজেপিতে সম্মান পাইনি, প্রথমে যোগদানের পর অনের স্বপ্ন দেখানো হয়েছিল। সেসবের বিসর্জন হয়ে গিয়েছে। এখন দল মনেই করে না তাঁদেরকে। দলীয় সভাতেও আমন্ত্রণ পাননি তাঁরা। তাই বিকল্প ভাবনা ভাবতেই হচ্ছে।

তৃণমূলত্যাগী নেতারাও অঙ্ক কষছেন

তৃণমূলত্যাগী নেতারাও অঙ্ক কষছেন

বিজেপিতে কোণঠাসা তৃণমূলত্যাগী নেতারাও প্রমাদ গুণছেন, তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে তাঁদের কেরিয়ারে যে ছেদ পড়ে গিয়েছে, তা অনেকেই মনে করছেন। আবার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাঁদের ভাবতে হচ্ছে। ভাবতে হচ্ছে বিজেপিতে থেকে কী লাভ হবে তাঁদের? আর তৃণমূলে ফিরলেই বা কী হবে?

কোথায় পাবেন গুরুত্ব, ভবিষ্যৎ কোথায়

কোথায় পাবেন গুরুত্ব, ভবিষ্যৎ কোথায়

যাঁর হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তৃণমূল নেতারা, সেই মুকুল রায় আড়াই বছরে বিজেপিতে জাতীয় কর্ম সমিতির পদ ছাড়া কিছুই পাননি। তাঁর হতে ধরে অনেকে বিজেপি যোগ দিয়েই সাংসদ, বিধায়ক হয়েছেন ঠিকই, অনেকে আবার কিছুই পাননি। দলে তাঁদের গুরুত্বও প্রায় নেই। তাঁরাই প্রমাদ গুণছেন কী করবেন, কোথায় যাবেন।

মুকুল অনুগামীদের কী হবে

মুকুল অনুগামীদের কী হবে

মুকুল রায় পদ না পেলেও তাঁকে বিজেপি সমীইই করে। সেইজন্য তাঁর উপরই নির্বাচনের দায়িত্ব বর্তেছে আবার। পঞ্চায়েত, লোকসভা নির্বাচনের পর আসন্ন পুরসভা নির্বাচনে রাজ্যে তাঁকেই নির্বাচন কমিটির মাথায় রাখা হয়েছ। মুকলের মতো ভোট কৌশলীকে যে কোনও দলই গুরুত্ব দেবে। কিন্তু তাঁর অনুগামীদের কী হবে, সেটাই প্রশ্ন। তাই অগত্যা অনেকেরই হয়তো তৃণমূলে ফেরা ছাড়া উপায় নেই।

ঘরওয়াপসির ভাবনা পেয়ে বসেছে

ঘরওয়াপসির ভাবনা পেয়ে বসেছে

এই পরিস্থিতিতেই তাঁদের ফের ঘরওয়াপসির ভাবনা পেয়ে বসেছে। তাঁরা পুর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে নামতে ততটা ইচ্ছুক নন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো নেতাদের দল গুরুত্ব দেবে বলে ঘোষণার পর তাঁদের অনেকেই বুকে বল খুঁজে পেয়েছেন। ফলে তাঁরা ভাবতে শুরু করেছেন বিজেপি-ত্যাগের কথা।

ঘাটতি মেটাতে ধার করুন, কর চাপাবেন না, কেন্দ্র এবং রাজ্যগুলিকে একযোগে পরামর্শ প্রাক্তন অর্থমন্ত্রীরঘাটতি মেটাতে ধার করুন, কর চাপাবেন না, কেন্দ্র এবং রাজ্যগুলিকে একযোগে পরামর্শ প্রাক্তন অর্থমন্ত্রীর

English summary
Mukul Roy closed BJP leaders give condition to return in TMC. They continuous keep in touch with TMC before municipal election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X