For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল-ঘনিষ্ঠের জেহাদ থামল দিলীপের বিরুদ্ধে! সৌমিত্রর প্রত্যাবর্তন 'নাটক' জমজমাট

এক কূল ভেঙেছে আর এক কূল শেষপর্যন্ত ভাঙতে দিলেন না সৌমিত্র খাঁ। দিলীপ ঘোষের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ইস্তফার ইচ্ছা জানিয়ে গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছিলেন।

Google Oneindia Bengali News

এক কূল ভেঙেছে আর এক কূল শেষপর্যন্ত ভাঙতে দিলেন না সৌমিত্র খাঁ। দিলীপ ঘোষের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ইস্তফার ইচ্ছা জানিয়ে গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছিলেন। তার কয়েকঘণ্টার মধ্যেই ভোলবদল। তিনি ফের গ্রুপে ফিরে এসে জানিয়ে দিলেন- তিনি ইস্থফা দিচ্ছেন না। তিনি বিজেপিতেই থাকছেন স্বপদে।

সৌমিত্রর প্রত্যাবর্তন নাটক দু-অঙ্কের

সৌমিত্রর প্রত্যাবর্তন নাটক দু-অঙ্কের

সৌমিত্র খাঁয়ের ঘোষিত সমস্ত কমিটি বাতিল করে দেওয়ার পর কয়েকপ্রস্থ নাটক হয়ে গেল বিজেপিতে। প্রথমে সৌমিত্র জানান, তিনি কিছুই জানেন না। দিলীপ ঘোষের সঙ্গে কথা বলবেন। তারপর শনিবার সকালে তিনি হঠাৎ করেই ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে গ্রুপ থেকে বেরিয়ে যান। কয়েকঘণ্টার মধ্যেই ইস্তফার ইচ্ছা জলাঞ্জলি দিয়ে ফিরে আসেন।

সৌমিত্র খাঁ ভোলবদলে কী মেসেজ দিলেন

সৌমিত্র খাঁ ভোলবদলে কী মেসেজ দিলেন

যুব মোর্চার সভাপতি পদে ইস্তফার ইচ্ছাপ্রকাশের কয়েকঘণ্টা পরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ লেখেন- কোনও কমিটি চেঞ্জ হচ্ছে না। আর তোমাদের ছেড়ে থাকাও সম্ভব নয়। তাই ফিরে এলাম। টিএমসিকে হারানোর জন্য সব কিছু ত্যাগ করতে রাজি আছি। জয় শ্রীরাম, জয় মা দুর্গা, বিজেপি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ।

সৌমিত্র প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি

সৌমিত্র প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি

সৌমিত্র কেন ইস্তফা দেওয়ার কথা জানালেন, কেনই বা প্রত্যাহার করলেন- তা নিয়ে জল্পনা চলছে। দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, ও কখন গিয়েছে, কখন ফিরেছে কিছুই জানি না। সবটাই হোয়াটসঅ্যাপে হয়েছে। এ বিষয়ে যা ঠিক হওয়া, সব হবে পুজোর পর। এখন এই পর্যন্তই। অর্থাৎ দিলীপ বোঝালেন তিনি তাঁর সিদ্ধান্তে অনড়।

সৌমিত্র নাটক করছেন, কটাক্ষ বিজেপিতে

সৌমিত্র নাটক করছেন, কটাক্ষ বিজেপিতে

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ প্রসঙ্গে আর বেশি কিছু জানাননি। কিন্তু বিজেপির অপর এক শীর্ষ নেতা সৌমিত্রকে বিঁধলেন তির্যক সুরে। তিনি বলেন, সৌমিত্র নাটক করছিল। যাবে কোথায়? কোনও কথা শোনে না। দলের মধ্যে সমান্তরাল সংগঠন তৈরি করছিল ও।

সৌমিত্রর বিরুদ্ধে নালিশ দিলীপের!

সৌমিত্রর বিরুদ্ধে নালিশ দিলীপের!

দিলীপ ঘোষ বলেছেন, যা হবে পুজোর পর। তাই সৌমিত্রর প্রত্যাবর্তনের পর দেখার তাঁর কমিটি বহাল থাকে নাকি নতুন কমিটি তৈরি হয়। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, কৈলাশ বিজয়বর্গীয় ও শিব প্রকাশ দিলীপ ঘোষকে ফোন করেন। দিলীপ তাঁদের জানিয়ে দেন সৌমিত্র সমান্তরাল সংগঠন তৈরি করছিলেন। তাই কমিটি ভেঙে দিয়েছেন।

 ইস্তফা দিয়ে লাভ নেই, ফিরে আসাই ভালো

ইস্তফা দিয়ে লাভ নেই, ফিরে আসাই ভালো

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সৌমিত্র এরপর বুঝে গিয়েছেন তাঁর জেহাদ টিকবে না। তাই মানে মানে ফিরে আসাই ভালো। ইস্তফা দিয়ে কোনও লাভ নেই। পরে আলোচনা সাপেক্ষে যা হওয়ার হবে। কিন্তু পদত্যাগ করতে ঢাকি-ঢুলি সব যাবে। আর তার থেকেও বড় কথা তিনি এই যুদ্ধে মুকুল রায়কেও পাশে পাবেন না।

সৌমিত্র খাঁ অপরিণত রাজনীতি করছেন!

সৌমিত্র খাঁ অপরিণত রাজনীতি করছেন!

মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কুদেব পাণ্ডা সৌমিত্রকে একহাত নিয়েছেন। তিনি বলেন, সৌমিত্র খাঁ অপরিণত সিদ্ধান্ত নিয়েছেন। এতে তাঁর নিজের ক্ষতি হবে, দলেরও ক্ষতি হবে। শঙ্কু আবার ঘুরিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সমালোচনাও করেছেন। তিনি বলেন, দিলীপদা এই সমস্যার সমাধান অন্যভাবেও করতে পারতেন। নিজেদের মধ্যে আলোচনা করে করলে একুশের নির্বাচনের আগে বিতর্ক তৈরি হত না।

ইস্তফার ইচ্ছাপ্রকাশ করে গ্রুপ ত্যাগের পরই...

ইস্তফার ইচ্ছাপ্রকাশ করে গ্রুপ ত্যাগের পরই...

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যুব মোর্চার সমস্ত কমিটি ভেঙে দেওয়ার পর সৌমিত্র খাঁ বলেছিলেন তিনি দিলীপদার সঙ্গে কথা বলবেন। কিন্তু শনিবার সকালেই হোয়াটসঅ্যাপ গ্রুপে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে তিনি ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপেই ইস্তফার ইচ্ছাপ্রকাশের কথা জানিয়ে তিনি গ্রুপ ছেড়ে দেন।

মহাষ্টমীতে ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে সৌমিত্রর বার্তা

মহাষ্টমীতে ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে সৌমিত্রর বার্তা

সৌমিত্র লেখেন- শুভ মহাষ্টমী। সকলে ভালো থাকবেন। আপনাদের খুবই সহযোগিতা পেয়েছি। আমি চাই বিজেপিকে সরকারে আনতেই হবে। তাই হয়তো আমার অনেক ভুল ছিল, যা দলের ক্ষতি হচ্ছিল। তাই আমি রিজাইন দেব। সকলে ভালো থাকবেন।যুব মোর্চা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ।

বেগতিক বুঝে ফিরলেন মুকুল-ঘনিষ্ঠ সৌমিত্র

বেগতিক বুঝে ফিরলেন মুকুল-ঘনিষ্ঠ সৌমিত্র

এরপর বেগতিক বুঝে তিনি ফের বিজেপির যুব মোর্চার সভাপতি পদে ফিরে আসতে মনস্থ করেন। সৌমিত্র খাঁ আদ্যান্ত মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত। মুকুল রায়ের অনুগামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিবাদ লেগে রয়েছে। শুক্রবার তাঁকে না জানিয়েই যুব মোর্চার কমিটি ভেঙে দিতেই মুকুল ঘনিষ্ঠ নেতা গর্জে ওঠেন।

English summary
Mukul Roy close aid Soumitra Khan desides to comeback on post of state president of BJYMP. Soumitra expressed willing of resign against Dilip Ghosh’s decision to cancel committee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X