For Quick Alerts
For Daily Alerts
মুকুল ‘মেঘনাদে’র ভূমিকায় বিজেপিতে! একুশের যুদ্ধের আগে চাপে ‘সেনাপতি’ দিলীপ
তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন মুকুল রায়। ২০ বছরের সেই সম্পর্ক ছিন্ন করে তিনি বিজেপিতে এসেছেন তাও আড়াই বছর হয়ে গেল। কিন্তু কোনও সাংগঠনিক পদ তিনি নেননি। তবে একুশের ভোটের আগে রাজ্য কমিটিতে রদবদলেই মাত দিলেন তিনি। দিলীপের নেতৃত্বে রাজ্য কমিটিতে তিনি ঢুকিয়ে দিতে সমর্থ হলেন তাঁরপ অনুগামীদের।
{photo-feature}
করোনা সংক্রমণে দেশের প্রবীণরাই বেশি বিপন্ন, উদ্বেগজনক রিপোর্ট পেশ স্বাস্থ্যমন্ত্রকের