For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা দিবা স্বপ্ন দেখছেন মোদীর আসনে বসার! ভাঙলেও মচকাচ্ছেন না মুকুল রায়

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন মুকুল রায়। সেইসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দেন ২০১৯-এর লোকসভা ভোটের ফলাফল নিয়েও।

  • |
Google Oneindia Bengali News

ভাঙলেও মচকাচ্ছেন না মুকুল রায়। তিনি পরতে পরতে বোঝানোর চেষ্টা করছেন, নোয়াপাড়ায় মঞ্জু বসুকে প্রার্থী ঘোষণায় জোর ধাক্কা খেয়েও তিনি কোণঠাসা নন। মঙ্গলবার হুগলির দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে একদা তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন মুকুল রায়। সেইসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দেন ২০১৯-এর লোকসভা ভোটের ফলাফল নিয়েও।

মমতা দিবা স্বপ্ন দেখছেন মোদীর আসনে বসার! ভাঙলেও মচকাচ্ছেন না মুকুল রায়

[আরও পড়ুন:মুকুল একাই নাচিয়ে ছাড়লেন বিজেপিকে! তড়িঘড়ি রিপোর্ট তলব কেন্দ্রীয় নেতৃত্বের][আরও পড়ুন:মুকুল একাই নাচিয়ে ছাড়লেন বিজেপিকে! তড়িঘড়ি রিপোর্ট তলব কেন্দ্রীয় নেতৃত্বের]

মুকুল রায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিবাস্বপ্ন দেখছেন যে, তিনি প্রধানমন্ত্রী হবেন। এবার স্বপ্ন দেখা বন্ধ করুন। কারণ ২০১৯-এ লোকসভা ভোটে তৃণমূলের শক্তি কমিয়ে দেব আমরা।' তিনি দাবি করেন, 'লোকসভা ভোটে তৃণমূল ২০টির বেশি আসন পাবে না। মিলিয়ে নেবেন আমার কথা।' তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাই ভালো করে চালাতে পারছেন না। তিনি আবার দেশ চালানোর স্বপ্ন দেখেন।'

এদিন রাজ্যের আইনশৃঙ্খলার কঠোর সমালোচনা করেন মুকুল রায়। তিনি বলেন, 'রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে রাজ্যে। পুলিশেরই নিরাপত্তা নেই। পুলিশ মার খাচ্ছে যত্রতত্র। এই পরিস্থিতিতে রাজ্যের নিরাপত্তা তিনি দেবেন কী করে! আসন্ন পঞ্চায়েত ভোটেই এই সরকারকে যোগ্য জবাব দিতে হবে। তাঁদের বিদায়ঘণ্টা বাজিয়ে দিতে হবে।'

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পনীতিরও সমালোচনা করেন মুকুল রায়। রাজ্যে বালি ও কয়লা পাচারের শিল্প চলছে বলে তাঁর অভিযোগ। 'যে শিল্প এলে মানুষ কাজ পাবেন, সেই শিল্পের দেখা নেই রাজ্যে। বিশ্ববাংলা সম্মেলন করে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, কোটি কোটি টাকার বিনিয়োগ এসেছে। তাহলে এবার প্রশ্ন করার সময় এসেছে- সেই টাকা যাচ্ছে কোথায়?'

[আরও পড়ুন:রাম রাজনৈতিক চরিত্র নয়, বিজেপির ধর্মীয় উসকানিমূলক রাজনীতিকে একহাত মমতার][আরও পড়ুন:রাম রাজনৈতিক চরিত্র নয়, বিজেপির ধর্মীয় উসকানিমূলক রাজনীতিকে একহাত মমতার]

English summary
Mukul Roy claims Mamata Banerjee watching daydream to be prime minister,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X