For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের ঘোষণা মতোই চলেছেন মুকুল! আজ কতগুলি পুরসভা দখল, দিলেন ইঙ্গিত

ভোট প্রচারে এসে অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছিলেন গণনার দিনই তৃণমূল সরকার পড়ে যাবে। সেরকমটা না হলেও, বিজেপির নজরে যে তৃণমূল রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

  • |
Google Oneindia Bengali News

ভোট প্রচারে এসে অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছিলেন গণনার দিনই তৃণমূল সরকার পড়ে যাবে। সেরকমটা না হলেও, বিজেপির নজরে যে তৃণমূল রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক শুভ্রাংশু রায়ের সঙ্গে দিল্লি গিয়েছেন বহু তৃণমূল কাউন্সিলর। দিল্লিতে মুকুল রায়ের দাবি, মঙ্গলবার রাজ্যের অন্তত চারটি পুরসভা বিজেপির দখলে আসবে।

মঙ্গলবার দুপুরে দলবদল

মঙ্গলবার দুপুরে দলবদল

মঙ্গলবার বিজেপির দিল্লির সদর দফতরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন একঝাঁক কাউন্সিলর। সঙ্গে বেশ কয়েকজন বিধায়কও রয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। এই দলবদল প্রক্রিয়া সম্পন্ন হবে মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ।

বিজেপির টার্গেটে তৃণমূলের পুরসভা

বিজেপির টার্গেটে তৃণমূলের পুরসভা

মঙ্গলবার কটি পুরসভা দখলে আসতে পারে বিজেপির, প্রশ্নের উত্তরে মুকুল রায় জানান, আপাতত গোটা চারেক পুরসভা বিজেপির দখলে আসবে। যার মধ্যে রয়েছে কাঁচড়াপাড়া, হালিসহল, নৈহাটির মতো পুরসভা। মাস দু-তিনেকের মধ্যে রাজ্যের ৫৫ থেকে ৬০ টি পুরসভার নিয়ন্ত্রণ নেবে বিজেপি।

পুত্রের প্রশংসা বাবার গলায়

পুত্রের প্রশংসা বাবার গলায়

সোমবার দিল্লিতে বাবা মুকুল রায়ের গলায় ছেলে শুভ্রাংশুর প্রশংসা শোনা গিয়েছে। মুকুল রায় বলেছেন, তাঁর হাত ধরে নয়, ছেলে যথেষ্টই বিচক্ষণ। কোনও কিছু করতে পারেনি বলে রাজনীতিতে, তা নয়। তৃণমূলের বর্তমান যেসব বিধায়ক রয়েছেন, তাঁদের এক দুজনের থেকে ছেলের শিক্ষাগত যোগ্যতা কারও থেকে কম নয় বলেও জানিয়েছেন তিনি।

English summary
Mukul Roy claims BJP will captured atleast four Municipality on Tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X