For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪ পুরসভা দখলের পর চ্যালেঞ্জ মমতাকে! কমপক্ষে কতগুলি জিতবে বিজেপি, জানালেন মুকুল রায়

২০২০ সালে রাজ্যের অধিকাংশ পুরসভা ভোট। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন একসময়ের সহযোগী মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

২০২০ সালে রাজ্যের অধিকাংশ পুরসভায় ভোট। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন একসময়ের সহযোগী মুকুল রায়। তাঁর চ্যালেঞ্জ, ভোট করার সাহস যদি থাকে, তাহলে রাজ্যের ১২৮ টি পুরসভার মধ্যে ৭০টিতেই হারবে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে এমনটাই বলেছেন মুকুল রায়।

মুকুলের চ্যালেঞ্জ

মুকুলের চ্যালেঞ্জ

লোকসভা ভোটে রাজ্যে ব্যাপক সাফল্যের পর ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন মুকুল রায়। রাজ্যের চারটি পুরসভা বিজেপির দখলে
আসার পর তাঁর নিশানায় বাকি পুরসভাগুলিও। নির্বাচন সঠিকভাবে হলে রাজ্যের ১২৮ টি পুরসভার মধ্যে ৭০টিতে তৃণমূল হারবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন
মুকুল ।

'মমতার সাহস নেই'

'মমতার সাহস নেই'

মুকুল রায়ের কটাক্ষ, ভোট করার ক্ষমতা নেই, সাহসও নেই।

[আরও পড়ুন:টলিউড থেকে ৬ জন তারকা যোগ দিচ্ছেন বিজেপিতে! অনুপমের পোস্ট ঘিরে কাউন্টডাউন শুরু ][আরও পড়ুন:টলিউড থেকে ৬ জন তারকা যোগ দিচ্ছেন বিজেপিতে! অনুপমের পোস্ট ঘিরে কাউন্টডাউন শুরু ]

দলবদলে ৪ পুরসভা বিজেপির

দলবদলে ৪ পুরসভা বিজেপির

মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন, কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান-সহ ১৭ জন কাউন্সিলর যোগ দিয়েছেন বিজেপিতে। প্রসঙ্গত কাঁচড়াপাড়ায়মোট কাউন্সিলর সংখ্যা ২৪ জন।
হালিসহরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ ১৭ জন কাউন্সিলর এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। হালিসহরে মোট আসন ২৩।
নৈহাটিতে মোট ৩১ জনের মধ্যে ২৯জনই বিজেপিতে যোগ দিয়েছেন।
ভাটপাড়া পুরসভাও গিয়েছে বিজেপির দখলে। ৩৫ আসনের মধ্যে ৩৩ টি ছিল তৃণমূলের। আগেই ১১ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার বিজেপিতে
যোগ দিয়েছেন আরও ১২ কাউন্সিলর।

[আরও পড়ুন:মুনমুন কি এবার বিজেপিতে! ফেসবুকে অনুপমের পোস্ট উধাও হওয়া ঘিরে জল্পনা তুঙ্গে][আরও পড়ুন:মুনমুন কি এবার বিজেপিতে! ফেসবুকে অনুপমের পোস্ট উধাও হওয়া ঘিরে জল্পনা তুঙ্গে]

English summary
Mukul Roy challenges Mamata Banerjee to arrange elections in Municipalities. He claimsBJP will win 70 municipalities among 128
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X