For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কে বড় বেইমান- মুকুল না মমতা! খতিয়ান তুলে প্রশ্ন নেত্রীর একদা ‘ছায়াসঙ্গী’র

মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মুকুল রায়কে নিয়ে নীরব থাকার পর নাম না করে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন। তার বদলায় মুকুল রায় তাঁর এক সময়ের নেত্রীকে ‘বেইমান’ আখ্যা দিলেন।

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মুকুল রায়কে নিয়ে নীরব থাকার পর নাম না করে 'গদ্দার' বলে কটাক্ষ করেছিলেন। তার বদলায় মুকুল রায় তাঁর এক সময়ের নেত্রীকে 'বেইমান' আখ্যা দিলেন। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নিজের থেকে বড় 'বেইমান' বললেন সোজাসাপ্টা। রবিবার ঝাড়গ্রামের সভায় মুকুল রায় তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে।

কে বড় বেইমান- মুকুল না মমতা! খতিয়ান তুলে প্রশ্ন নেত্রীর একদা ‘ছায়াসঙ্গী’র

একইসঙ্গে মুকুল রায় দাবি করেন, 'তাঁর দয়াতেই সাংসদ হয়েছেন সুব্রত বক্সি, হয়েছেন তৃণমূল কংগ্রেসের সভাপতিও। তিনি দলটা করেছেন বলেই এসব সম্ভব হয়েছে। মমতা জাতীয় নেত্রী হয়েছেনও তাঁর জন্যই। তাহলে বেইমান কে- আমি না মমতা বন্দ্যোপাধ্যায়?' প্রকাশ্যে প্রশ্ন তুললেন তাঁর একদা 'ছায়াসঙ্গী' মুকুল রায়।

তিনি বলেন, 'আমার থেকেও বড় বেইমান মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়
প্রথমে কংগ্রেসের সঙ্গে বেইমানি করেছিলেন, তারপর বিজেপির সঙ্গে। আরও স্পষ্ট করে বললে অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে বেইমানি করেছিলেন। যে অটলবিহারী বাজপেয়ী তাঁকে কন্যাস্নেহ দিয়েছিলেন, তাঁর মাকে প্রণাম করে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নেত্রী বানিয়েছিলেন, সেই অটলবিহারীর সঙ্গে বেইমানি করেছিলেন তিনি।'

মুকুল রায় ঝাড়গ্রামে মঞ্চে দাঁড়িয়েই আরও দুজনের নাম করেন। মুকুলের দাবি, 'তাঁদের সঙ্গেও বেইমানি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন হলেন ছত্রধর মাহাতো। আর অপরজন ভারতী ঘোষ। দুজনেই জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে জায়গা করে দিয়েছিলেন। কিন্তু প্রয়োজন মিটতেই দুজনের সঙ্গে বেইমানি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।'

তিনি এমনও দাবি করেন, 'আমি সে সময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে ছিলাম, তাই আমার থেকে এসব কেউ ভালো জানবে না যে, তৃণমূল কংগ্রেস কাদের সাহায্য নিয়েছে। আজ আমার দিকে আঙুল তুলছে 'গদ্দার' বলে, তাহলে আপনারাই বিচার করে দেখুন কে আসলে গদ্দার, কে বেইমান! আমি এই প্রশ্নের উত্তর দেব না। এই প্রশ্নের উত্তর দেবে বাংলার মানুষ।'

তিনি আরও বলেন, 'আমার দয়াতেই সুব্রত বক্সি সাংসদ হয়েছেন, আরও অনেকে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, আমি যদি দলটা তৈরি না করতাম, তাহলে এসব কী হত?' তাঁর এই কথায় পরিষ্কার যে দলটা তিনি তৈরি করেছিলেন, সেই দলে তাঁর জায়গা না হলেও, এখন অনেকেই করে খাচ্ছেন।

English summary
Mukul Roy attacks Mamata Banerjee as a betrayer at Jhargram. Mukul says that Mamata Banerjee is bigger betrayer than him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X