For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায় ঠিক না ভুল! দু-ভাগ বিজেপি, দিল্লির নেতারাও নিচ্ছেন অগ্নিপরীক্ষা

মুকুল রায় দ্বিতীয় দফার পর বলেছিলেন ৫-০, তৃতীয় দফার পর বলছেন বিজেপি ১০টির মধ্যে জিতিবে তিনটিতে, তৃণমূল মাত্র একটি কেন্দ্রে জিতবে।

Google Oneindia Bengali News

মুকুল রায় দ্বিতীয় দফার পর বলেছিলেন ৫-০, তৃতীয় দফার পর বলছেন বিজেপি ১০টির মধ্যে জিতিবে তিনটিতে, তৃণমূল মাত্র একটি কেন্দ্রে জিতবে। বিজেপির মুকুলের এই ভাষ্য কি শুধুই স্তোকবাক্য, নাকি এর মধ্যে রয়েছে সত্যটা, তা নিয়েই ধন্দ দলের অন্দরেই। বিজেপির রাজ্য নেতারাই এখন দু-ভাগ জয়ের অঙ্ক নিয়ে।

বেড়ে খেলছেন মুকুল

বেড়ে খেলছেন মুকুল

মুকুল রায় প্রথম থেকেই একটু বেড়ে খেলছেন। দিলীপ ঘোষ বলেছিলেন তাদের টার্গেট ২২। অমিত শাহ সেই টার্গেট বাড়িয়ে বলেছিলেন ২৩টি আসন জয়ের টার্গেট নিয়ে এগোতে হবে। তারপরই লোকসভা ভোটের দায়িত্ব পাওয়ার পর মুকুল রায় বলতে শুরু করেছিলেন, তৃণমূল ২০টি আসন পাবে না।

টার্গেট ছাড়িয়ে যাবে বিজেপি

টার্গেট ছাড়িয়ে যাবে বিজেপি

মুকুল রায় এখন থেকেই বুঝিয়ে দিতে চাইছেন, বিজেপি টার্গেট পূরণ তো করবেই, আরও বেশি আসন পাবে। তার হিসেব দিচ্ছেন ছত্রে ছত্রে। তিনটে দফার শেষেই সম্ভাব্য ভোটের ফল সামনে এনেছেন। এবং জানিয়ে দিয়েছেন এই ফল নিয়ে তার মনে কোনও দ্বিধা নেই। যদিও বিজেপির একাংশ মুকুলের এই হিসেব বিশ্বাস করছেন না।

সংখ্যা নিয়ে ধন্দ, বিজেপি দুভাগ

সংখ্যা নিয়ে ধন্দ, বিজেপি দুভাগ

মুকুল রায় পাঁচ পাঁচ বলার পরই কেন্দ্রীয় নেতারা তৎপর হয়ে ওঠেন, তাঁরা বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে জানতে চান, কী হতে পারে ফল। তারা অবশ্য ভিন্ন রিপোর্ট দিয়েছে। ৪-১ বা ৩-২ হতে পারে এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন বিজেপির রাজ্য নেতারা। যা মুকুল রায়ের সঙ্গে ফারাক।

মুকুল অটল তাঁর অঙ্কে

মুকুল অটল তাঁর অঙ্কে

যদিও মুকুল রায় এখনও সরছেন না, তাঁর হিসেব থেকে। তিনি বলছেন প্রথম দুই দফায় ৫-০ হচ্ছেই। আর তৃতীয় দফায় মাত্র একটি আসন পাবে তৃণমূল। বিজেপি পাবে দুটি, কংগ্রেস দুটি। বিজেপির রাজ্য নেতৃত্ব কোচবিহার আসন নিয়ে চরম ধন্দে আছেন। কারণ, এই কেন্দ্রটিতে ২৫০ আসনে পুনর্নিবাচনের দাবি তুলেছিল বিজেপি।

[আরও পড়ুন: কে কোন আসন জিতবে, তৃতীয় দফা ভোটের শেষে স্পষ্ট করে দিলেন মুকুল][আরও পড়ুন: কে কোন আসন জিতবে, তৃতীয় দফা ভোটের শেষে স্পষ্ট করে দিলেন মুকুল]

English summary
Mukul Roy and others BJP leaders submits different report about Bengal’s vote. BJP wanted to know how many seats BJP will win from 10 seats of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X