For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মুনমুনের হয়ে ইমরান খান ভোট প্রচারে আসছেন শুনছি'! বাবুলকে পাশে নিয়ে আরও যা বললেন মুকুল

বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ও গাজি আব্দুন গাজি নুরকে তৃণমূলের ভোট প্রচারে দেখার পরই তা নিয়ে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ও গাজি আব্দুন গাজি নুরকে তৃণমূলের ভোট প্রচারে দেখার পরই তা নিয়ে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টি পর্যালোচনা করেই বাংলাদেশের দুই অভিনেতাকে দেশে চলে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে, আজ বিজেপির তরফে বাবুল সুপ্রিয়োকে পাশে নিয়ে মুকুল রায়ের কটাক্ষ, 'মুনমুন সেনের প্রচারে ইমরান খান আসছেন শুনছি..'!

মুনমুনের হয়ে ইমরান খান ভোট প্রচারে আসছেন শুনছি! বাবুলকে পাশে নিয়ে আরও যা বললেন মুকুল

সাংবাদিক সম্মেলনে এদিন মুকুল রায় বলতে থাকেন,'ইমরান খান শুনছি রাজ্যে আসছেন।..' সেই সময় পাশে বসা বাবুল সুপ্রিয়ো দাবি বলেন, 'আমার কেন্দ্রে..' , সেই সুর ধরে মুকুল দাবি করেন , শোনা যাচ্ছে আসানসোলে মুনমুন সেনের হয়ে ইমরান খান প্রচার করতে আসছেন। উল্লেখ্য, এরপরই আসনসোলে পুলিশের মদতে বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেন বাবুল সুপ্রিয়ো। তাঁর দাবি, সেখানে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে, পরে সেই কর্মীদের বিরুদ্ধেই পুলিশ কেস দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন:বাঁকুড়ায় সৌমিত্রের কনভয় লক্ষ্য করে হামলা, মনোনয়ন জমা দেওয়ার পথে কী ঘটে গিয়েছে ][আরও পড়ুন:বাঁকুড়ায় সৌমিত্রের কনভয় লক্ষ্য করে হামলা, মনোনয়ন জমা দেওয়ার পথে কী ঘটে গিয়েছে ]

উল্লেখ্য,এদিনের সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে মুকুল রায়ের প্রশ্ন , আজকের ভোটের ৯৫ টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ক'টি আসন পাবেন? পাশাপাশি মুকুলে আরও প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দফার ভোটে মোট কতজন প্রার্থী দিয়েছেন?
এর আগে, বিজেপির তরফে কমিশমনের দ্বারস্থ হয়ে ৮০ শতাংশের জায়গায় ১০০ শতাংশ কোন্দ্রিয়বাহিনীর দাবি করা হয়।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবারের কেন্দ্র সরকার গঠনে বড় ভূমিকা নেবে, ভবিষ্যদ্বাণী মমতার][আরও পড়ুন: উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবারের কেন্দ্র সরকার গঠনে বড় ভূমিকা নেবে, ভবিষ্যদ্বাণী মমতার]

English summary
Mukul Roy and Babul Supriyo says Imran Khan will come to campaign for Moonmoon Sen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X