For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপকে খুনের চেষ্টা হচ্ছে! ‘ক্যাপ্টেন’কে নিয়ে শঙ্কায় বিস্ফোরক অভিযোগ মুকুলের

বিজেপি রাজ্য সভাপতি তথা তাঁর ‘ক্যাপ্টেন’ দিলীপ ঘোষকে খুনের চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করলেন মুকুল রায়। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বিজেপির কর্মিসভা থেকে শঙ্কার কথা শোনালেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

দলে তাঁর 'ক্যাপ্টেন'কে নিয়ে ঘোর দুশ্চিন্তায় রয়েছেন মুকুল রায়। বিজেপি রাজ্য সভাপতি তথা তাঁর 'ক্যাপ্টেন' দিলীপ ঘোষকে খুনের চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বিজেপির কর্মিসভায় যোগ দিয়ে তিনি বলেন, 'দিলীপদার উপর বর্বরোচিত আক্রমণ করা হয়েছে। এর প্রতিকার হওয়া দরকার। পুলিশ কমিশনারকে এর জবাবদিহি করতে হবে।'

উল্লেখ্য, এদিন দিলীপ ঘোষের উপর কাঁকিনাড়ায় হামলার প্রতিবাদে লালবাজার অভিযানে নামে বিজেপি। রাজ্যজুড়ে প্রতিবাদ হয় মমতার প্রশাসনের বিরুদ্ধে। পুলিশের সামনেই দিলীপ ঘোষকে নিগৃহীত করা হয়েছিল। জনসভা করে ফেরার পথে তাঁর গাড়িতে চড়াও হয়েছিল একদল দুষ্কৃতী। মুকুল রায় বলেন, 'এই ঘটনাই প্রমাণ করে রাজ্যে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছে।'

দিলীপকে খুনের চেষ্টা হচ্ছে! বিস্ফোরক অভিযোগ মুকুলের

এরপর মুকুলবাবু প্রশ্ন তোলেন, 'রাজ্য সরকার কেন নিশ্চুপ? এই বর্বরোচিত আক্রমণের পূর্নাঙ্গ তদন্ত দাবি করছি আমি। দোষীদের শাস্তি চাই। যতক্ষণ না দোষীদের গ্রেফতার করা হচ্ছে, শাস্তি বিধান করা হচ্ছে, আমাদের আন্দোলন চলতে থাকবে।' রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে এদিন কাঠের পুতুল করে রেখে দিয়েছে বলে অভিযোগ করেন মুকুল রায়।

তিনি বলেন, 'বিরোধীরা যখন আক্রান্ত, তখন পুলিশের ভূমিকা নিন্দনীয় থাকে। এক্ষেত্রে আবার তা প্রমাণ হয়ে গেল। এদিন পরিকল্পিতভাবেই দিলীপ ঘোষকে খুন করার চেষ্টা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে ঠায় দাঁড়িয়েছিল। অথচ কোনও প্রতিরোধ করেনি। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার নিন্দনীয় ভূমিকা পালন করছে।'

এদিন কলকাতার বেসরকারি স্কুলের শিশু-ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। বলেন, 'এই ঘটনা সভ্যতার কলঙ্ক।' তিনি ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। দোষীদের কড়া শাস্তিও দাবি করেন তিনি। এবং এই ঘটনাতেও পূর্নাঙ্গ তদন্তের দাবি তোলেন।

[আরও পড়ুন : কাঁকিনাড়ায় আক্রান্ত দিলীপ, প্রতিবাদে লালবাজার অভিযান, রাজ্যে গর্জে উঠল বিজেপি][আরও পড়ুন : কাঁকিনাড়ায় আক্রান্ত দিলীপ, প্রতিবাদে লালবাজার অভিযান, রাজ্যে গর্জে উঠল বিজেপি]

এদিন সবংয়ের মাটিতে পা দিয়ে বলেন, সুষ্ঠু ও অবাধ ভোট হলে এখানে বিজেপিই জিতবে। তাহলে এখনও কেন প্রার্থীর নাম ঘোষণা করা হল না? মুকুলবাবুর যুক্তি, এটা তো পাড়ার দল নয়, এটা সর্বভারতীয় দল, তাই সঠিক সময়েই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তাঁর কথায় স্পষ্ট হয়ে উঠল তৃণমূলের প্রতি শ্লেষ।

[আরও পড়ুন : বিজেপি-র টিকিটে সিপিএমের প্রাক্তন জেলা সভাধিপতি! সবংয়ে প্রার্থীর খোঁজে মুকুল][আরও পড়ুন : বিজেপি-র টিকিটে সিপিএমের প্রাক্তন জেলা সভাধিপতি! সবংয়ে প্রার্থীর খোঁজে মুকুল]

English summary
Mukul Roy alleges that it was conspiracy of murder to Dilip Ghosh. Mukul says at Sabang on Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X