For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু নিজের সুখ চান মমতা! ‘নেত্রী’ সম্বন্ধে কেন এই অভিযোগ আনলেন মুকুল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ও নিজের পরিবারের সুখের জন্য গোটা বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছেন। নেত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগ মুকুলের।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ফের তোপ দাগলেন মুকুল রায়। মঙ্গলবার মেদিনীপুরে এক সভা থেকে মুকুল রায় বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ও নিজের পরিবারের সুখের জন্য গোটা বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছেন। মুখে মা-মাটি-মানুষের বুলি আওড়ালেও তাঁর কাজ কর্মে প্রকাশ পেয়ে যাচ্ছে তিনি বাংলা পরিবারের কথা ভাবেননি, ভাবেন শুধু নিজের পরিবারের কথা।'

শুধু নিজের সুখ চান মমতা

তিনি বিশ্ব বাংলা প্রসঙ্গ টেনে এনে বলেন, 'মুখ্যমন্ত্রী ২০১৩ সালে বিশ্ব বাংলা লোগো রাজ্যকে ব্যবহার করতে দিয়েছিলেন। আর ওই একই বছরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা নামে নিজস্ব কোম্পানি খোলার আবেদন করেন। এই অভিষেকই পরে হলফনামায় জানান তাঁর এই কাজে সম্পূর্ণ সায় ছিল মমতার। তাহলে এই সমীকরণেই স্পষ্ট হয়ে গেল বিশ্ববাংলা অভিষেকের হাতে তুলে দেওয়ার একটা উদ্দেশ্য ছিল। এবং তা থেকে লভ্যাংশও করায়ত্ত করার একটা সুপরিকল্পিত চিন্তাভাবনা ছিল।'

মুকুলের কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন, সেই কথা রাখতে চূড়ান্ত ব্যর্থ। প্রথমের দিকে তিনি নির্দিষ্ট উদ্দেশ্য এগোতে চাইলেও, পরে তাঁর অভিমুখ বদল হয়। এখন যেমন তিনি শুধু কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিজের বলে চালানোর চেষ্টা করে যাচ্ছেন। আর এই কাজ করতে গিয়ে তিনি স্বচ্ছ ভারত মিশনের টাকা বেমালুম নির্মল বাংলা প্রকল্পে ব্যবহার করছেন।'

শুধু নিজের সুখ চান মমতা

এদিন প্রয়াত বিজেপিকর্মী বিপিন দাসের মৃতদেহ নিয়ে তিনি মেদিনীপুরে মিছিল করেন। সেই মিছিল শেষে একটি পথসভাতেও অংশ নেন। সেখানেই তৃণমূল কংগ্রেস সরকার ও এই সরকারের মুখ্যমন্ত্রীকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেন মুকুল। বর্তমান রাজ্য সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করছে বলে তিনি অভিযোগ করেন। মুকুল বলেন, 'বদলা নয় বদলের স্লোগান দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল। এখন সেই নেত্রীই বদলের পরিবর্তে বদলা নীতি চালাচ্ছেন। বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হচ্ছে। এর নাম গণতন্ত্র হতে পারে না।'

এদিন শিল্পস্থাপনা নিয়েও মমতার সরকারকে এক হাত নেন মুকুল রায়। বলেন, 'এখন তো শিল্প আনতে দুদিন ছাড়া বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ক-দিন আগেই তিনি তো ঘুরে এলেন লন্ডন থেকে। কিন্তু আজ পর্যন্ত একটিও শিল্প আনতে পেরেছেন কি? বাম আমলে তবু দু-একটি শিল্প এসেছিল, কিন্তু পরিবর্তনের ছ-বছরে কটি শিল্প এসেছে, বলবেন মুখ্যমন্ত্রী।' মেদিনীপুরের সভা থেকে আওয়াজ তোলেন মুকুল রায়।

English summary
Mukul Roy alleges against CM Mamata Banerjee. He says Mamata is very selfish woman. She only thinks for self, she does not think about Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X