For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ‘সততার প্রতীক’ ভাবমূর্তিকে একহাত, পারিবারিক সম্পত্তির হিসাব পেশ মুকুলের

ক্ষমতায় আসার পরই সারদা, রোজভ্যালি-সহ চিটফান্ড দুর্নীতি সামনে এসে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক ভাবমূর্তিতে আঘাত লাগে।

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় 'সততার প্রতীক' ভাবমূর্তিকে কাজে লাগিয়ে রাজ্যে পরিবর্তনের পথ প্রশস্ত করেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পরই সারদা, রোজভ্যালি-সহ চিটফান্ড দুর্নীতি সামনে এসে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক ভাবমূর্তিতে আঘাত লাগে। এবং তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চিটফান্ড দুর্নীতির কলঙ্ক লাগাতে তৎপর হতে শুরু করে বিরোধীরা।

মমতার ‘সততার প্রতীক’ ভাবমূর্তিকে একহাত, পারিবারিক সম্পত্তির হিসাব পেশ মুকুলের

এই পরিস্থিতিতে মমতার বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী মুকুল রায়ও প্রশ্ন তুলে দিলেন নেত্রীর সততার প্রতীক ভাবমূর্তি নিয়ে। ২০ বছরের সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যাওয়ার পর মুকুল রায় এবার তোপ দাগলেন মমতার স্বচ্ছতা প্রসঙ্গে। মুকুল রায় এদিন ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়লেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তিনি বলেন, আপনি তো খুব স্বচ্ছ মুখ্যমন্ত্রী। আপনি ক্ষমতায় আসার পর আপনার পরিবারের সম্পত্তির পরিমাণ কতটা বেড়েছে, সেটা একবার ভেবে দেখুন। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত আপনার পরিবার বর্গের সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা। এই তালিকায় নেই আপনার নিজস্ব ও অভিষেকের সম্পত্তি।

[আরও পড়ুন: জ্যোতি বসুর হাওয়া লেগেছে মমতাদির! দুই মুখ্যমন্ত্রীকে একই বন্ধনীতে রেখে তোপ মুকুলের][আরও পড়ুন: জ্যোতি বসুর হাওয়া লেগেছে মমতাদির! দুই মুখ্যমন্ত্রীকে একই বন্ধনীতে রেখে তোপ মুকুলের]

মুকুল রায় বলেন, আপনি সততার প্রতীক তো, আপনার ও আপনার পরিবারের এত সম্পত্তি হল কীভাবে? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। তাই মুকুল রায় সাবধান করে দিয়ে বলেন, সিপিএমের অনিল বসু-রূপচাঁদ পালরাও সম্পত্তি করেছিল, তারা কিন্তু সেই সম্পত্তি ভোগ করতে পারছেন না, আপনার অবস্থাও না তাঁদের মতো হয়!

[আরও পড়ুন: রাজ্য সফরে অমিত শাহ যাবেন কি অনুব্রত গড়ে! তালিকায় কোন কোন জায়গা, জেনে নিন][আরও পড়ুন: রাজ্য সফরে অমিত শাহ যাবেন কি অনুব্রত গড়ে! তালিকায় কোন কোন জায়গা, জেনে নিন]

এ তো গেল আপনার পরিবারবর্গের সম্পত্তির কথা। আপনার দলের লোকেরা কত সম্পত্তি করেছে, তার হিসেবও আমার কাছে আছে। তার মধ্যে এদিন অনুব্রত মণ্ডলকে লক্ষ্য করে তোপ দাগেন। তিনি তোপ দাগেন, কেষ্টবাবু তো বলেন, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কেষ্টবাবু জেনে রাখুন এবার আপনাদের বিরুদ্ধেও উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। কেষ্টবাবুর তো ভোলাবাবা চালকল ছিল, সেখান থেকে সাতটি চালকল হয়েছে। সেগুলো কী করে হল কেউ কি বলতে পারবেন!

English summary
Mukul Roy accounts of Mamata Banerjee and her family’s property. He demands Mamata is not clear in this subject, she is not symbol of honesty,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X