For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেল-সারদা চুক্তির দায় মমতার দিকে ঠেললেন মুকুল, বিপদে ভাই পালাচ্ছে, কটাক্ষ অধীরের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মুকু
কলকাতা, ৩ সেপ্টেম্বর: সারদা গোষ্ঠীর সঙ্গে রেলের যে চুক্তি হয়েছিল, তার দায় এ বার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপিয়ে দিলেন মুকুল রায়। যিনি এতদিন দলের তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া একটাও অতিরিক্ত কথা বলতেন না, তাঁর এমন ভোল বদল যথেষ্ট তাৎপর্যবাহী বৈকি! এর ফলে তৃণমূল কংগ্রেসের অন্দরে কোন্দল আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: রেলের সঙ্গে কী চুক্তি হয়েছিল সারদার, কারা জড়িত, তদন্তে সিবিআই

সিবিআই সূত্রে ইতিমধ্যেই জানা গিয়েছে যে, ২০১০ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন আইআরসিটিসি (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) ও সারদার একটি চুক্তি হয়েছিল। দেশের তীর্থস্থানগুলি ঘুরিয়ে দেখানো ছিল সারদার দায়িত্ব। তার বিনিময়ে তারা রেলের কাছ থেকে টাকা পেত। বেআইনিভাবে এই চুক্তি হয় বলে জানতে পেরেছে সিবিআই। তারা এ সংক্রান্ত নথি ইতিমধ্যে চেয়ে পাঠিয়েছে রেলের কাছে। এই চুক্তি ঘিরে সারদা-কাণ্ডে নাম জড়িয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

২০১১ সালের মে মাসে রেলমন্ত্রী পদ ছেড়ে দেন মমতা। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। তখন অল্প সময়ের জন্য রেলমন্ত্রী হন দীনেশ ত্রিবেদী। তিনি রেলভাড়া বাড়ানোয় দলনেত্রীর কোপে পড়ে পদ খোয়ান। তার পর রেলমন্ত্রী হয়েছিলেন মুকুল রায়। ২০১২ সালে তৃণমূল কংগ্রেস ইউপিএ সরকার ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত মুকুলবাবুই রেলমন্ত্রী ছিলেন।

"চাচা আপন প্রাণ বাঁচা। এটা মোক্ষম বুঝেছেন মুকুল রায়", মন্তব্য মহম্মদ সেলিমের

গতকাল সারদার সঙ্গে রেলের চুক্তি নিয়ে মুকুলবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ওটা নিয়ে আমি কিছু জানি না। ওটা যে সময়ের ঘটনা, তখন আমি রেলমন্ত্রী ছিলাম না। যদি কিছু অনিয়ম হয়, তার তদন্ত হতে পারে। ক্যাগ আছে, রেলওয়ে অডিট আছে।"

তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েটের মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর অন্তর্নিহিত অর্থ পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় চুক্তি হয়েছিল, তাই দায় তাঁর। অর্থাৎ নিজে কোনও দায় নিচ্ছেন না মুকুলবাবু। ওয়াকিবহাল মহলের মতে, সিবিআইয়ের ঝামেলা থেকে দূরে থাকতে তিনি এমন চাল দিলেন। যে মুকুল রায়কে কয়েক দিন আগেও 'মমতার বিশ্বস্ত সেনাপতি' বলা হত, তিনিই এমন ভূমিকা নেওয়ায় এ বার শাসক দলের অভ্যন্তরীণ সমীকরণ বদলাবে বলে মনে করা হচ্ছে।

মুকুলবাবুর এই মন্তব্যকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, "এটা একটা আজব দল। দিদির নাম এসেছে দেখে ভাই পালাচ্ছে। যখন মদন মিত্রের নাম জড়াচ্ছে, তখন সবাই তাকে ফেলে পালাচ্ছে। দিদিও তাঁর সঙ্গে কথা বলছেন না। এখন যেই দিদির নাম উঠল, ভাই পালিয়ে গেল।"

সিপিএম সাংসদ মহম্মদ সেলিম বলেছেন, "চাচা আপন প্রাণ বাঁচা। এটা মোক্ষম বুঝেছেন মুকুল রায়। তাই এ কথা বলেছেন। উনি তো বরাবরই ছিলেন হিজ মাস্টার্স ভয়েস। এই প্রথম বিপদ বুঝে হাত ধুয়ে ফেলতে চাইলেন।"

বিজেপি নেতা তথাগত রায় বলেন, "উনি বলেছেন, আমার আমলে চুক্তি হয়নি। বলেননি যে, আমাদের আমলে চুক্তি হয়নি। অর্থাৎ কিছু গণ্ডগোল নিশ্চয় আছে।"

English summary
Mukul did not take responsibility for Rail-Saradha pact, indirectly blames Mamata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X