For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খড়গপুরে প্রচারে গিয়ে মমতাকে আক্রমণ মুকুলের

খড়্গপুর পুরসভার নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের পাশাপাশি প্রশান্ত কিশোরেও নিশানা করলেন মুকুল রায় ।

  • |
Google Oneindia Bengali News

খড়্গপুর পুরসভার নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের পাশাপাশি প্রশান্ত কিশোরেও নিশানা করলেন মুকুল রায় । রবিবার বিকালে খড়্গপুরে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর তৃণমূলের সভানেত্রী নেই, এখন তৃণমূলের সভাপতি প্রশান্ত কিশোর। তাই পিকের দলের সঙ্গে লড়াই হচ্ছে। মমতার দল তো আর নেই। তৃণমূল কংগ্রেস হচ্ছে এখন মমতা আর অভিষেকের কোম্পানি। ওটা আর দল নেই। '

খড়গপুরে প্রচারে গিয়ে মমতাকে আক্রমণ মুকুলের

বিজেপির নেতা মুকুল রায় দাবি করেছেন যে এই বারেও খড়গপুর বিজেপিই জিতবে । তিনি বলেন, গত লোকসভাতে কংগ্রেস এবং সিপিএম আলাদা আলাদা লড়াই করেছিল তাই সেবার কংগ্রেসের ভোট আর সিপিএমের ভোট দুটো একত্রিত করে লড়াইটা হয়েছিল।

মুকুল রায় এদিন সেনচক থেকে খরিদা পর্যন্ত পদযাত্রা করেন । তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন মুকুল রায়। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর ট্র্যাক রেকর্ড খুব খারাপ,তিনি যেখানে যেখানে দায়িত্ব ছিলেন সেখানে সেখানেই তাঁর দলের প্রার্থী পরাজিত হয়েছে। কাজেই খড়গপুরের দায়িত্ব তিনি যখন নিয়েছেন তখন খড়্গপুরে ভোটে তৃণমূল কংগ্রেস হারবে। এদিন দলীয় প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ এর নির্বাচনী প্রচারে আসেন বিজেপি নেতা মুকুল রায়। খড়গপুর শহরের সাহাচক থেকে খরিদা পর্যন্ত প্রায় চার কিলোমিটার পথ হুডখোলা জিপে প্রার্থী কে সঙ্গে নিয়ে প্রচার চালান মুকুল রায়।

ফের রাজ্য মন্ত্রিসভার রদবদল, দায়িত্ব বাড়তে পারে সুব্রতরফের রাজ্য মন্ত্রিসভার রদবদল, দায়িত্ব বাড়তে পারে সুব্রতর

English summary
Mukul attacked Mamta while campaigning in Kharagpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X