For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হালিশহরে কোনও সমস্যা হবে না! তাদেরই চেয়ারম্যান হবে, কৌশল জানালেন অর্জুন সিং

হালিসহর নিয়ে এখনও হার মানতে রাজি নন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেন, এই পুরসভা বিজেপির দখলেই থাকবে।

Google Oneindia Bengali News

হালিশহর নিয়ে এখনও হার মানতে রাজি নন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেন, এই পুরসভা বিজেপির দখলেই থাকবে। চেয়ারম্যান কোনও দিনই বিজেপির পক্ষে ছিলেন না বলে এদিন সংবাদ মাধ্যমকে জানান অর্জুন সিং। তিনি বলেন বুধবার, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। অনাস্থার ভোটাভুটিতে হালিসহর বিজেপির দখলে আসবে বলে দাবি করেছেন অর্জুন সিং।

হালিসহর নিয়ে দড়ি টানাটানি

হালিসহর নিয়ে দড়ি টানাটানি

এদিন চেয়ারম্যান-সহ আট কাউন্সিলর ফের তৃণমূলে ফিরে আসার পর থেকেই দড়ি টানাটানি সামনে আসে। পুরমন্ত্রীর দাবি করেন, কাউন্সিলররা ঘরে ফেরায়
হালিসহরে অচলাবস্থা কাটল। বাঘকে জঙ্গল থেকে বের করলেও, জঙ্গলেই মন পড়ে থাকে বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

বিজেপিতে যোগ দিয়ে ফের তৃণমূলে

বিজেপিতে যোগ দিয়ে ফের তৃণমূলে

২৮ জুন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হালিসহর পুরসভার অর্ধেকের বেশি কাউন্সিলর। জানা গিয়েছিল, হালিসহর পুরসভার ২৩ জনের মধ্যে ১৯জন,
কাঁচড়াপাড়ার ২৪ জনের মধ্যে ১৮ জন, নৈহাটির ৩১ জনের মধ্যে ২২ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। যদিও মঞ্চে সেদিন দিল্লির মঞ্চে হালিসহরের ৮ জন কাউন্সিলরকে
দেখা গিয়েছিল।

অর্জুন সিং-এর দাবি

অর্জুন সিং-এর দাবি

অর্জুন সিং-এর দাবি, পুরসভা বিজেপির দখলেই থাকবে। এপ্রসঙ্গে চেয়ারম্যানের বিরুদ্ধে বুধবারই অনাস্থা আনার কথা দিল্লি থেকে জানিয়েছেন তিনি। সেই অনাস্থাতেই হালিসহর বিজেপির দখলে আসবে বলে দাবি করেছেন অর্জুন সিং।

[আরও পড়ুন:বাঘের মন থেকে জঙ্গল বাদ যায় না! আট কাউন্সিলর ফিরলেন 'ঘরে'][আরও পড়ুন:বাঘের মন থেকে জঙ্গল বাদ যায় না! আট কাউন্সিলর ফিরলেন 'ঘরে']

English summary
MP Arjun Singh claims Halisahar will be in their hand after no confidence motion. On Tuesday Eight councillors including Chairman rejoins TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X