For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের ডাকেও গরহাজির মৌসম! কংগ্রেসে আড়াআড়ি ভাঙনের মাঝেও তৃণমূলে যোগ-জল্পনা

খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ডাকা বৈঠক, সেই বৈঠকেই কি না অনুপস্থিত মালদহের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নুর অনুপস্থিত! তা নিয়ে কৌতুহল বাড়ল।

Google Oneindia Bengali News

খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ডাকা বৈঠক, সেই বৈঠকেই কি না অনুপস্থিত মালদহের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নুর অনুপস্থিত! তা নিয়ে কৌতুহল বাড়ল। জল্পনাও শুরু হল মৌসমকে নিয়ে। তবে কি এতদিন উড়ো উড়ো যে খবর রটেছিল, তা-ই সত্যি! এদিন রাহুলের বৈঠকে মৌসমের অনুপস্থিতি নতুন করে সেই সম্ভাবনাই উসকে দিল আবার।

রাহুলের ডাকেও গরহাজির মৌসম! তৃণমূলে যোগ-জল্পনা

এদিন নয়াদিল্লিতে প্রদেশ কংগ্রেসের প্রত্যেক নেতা-নেত্রীর সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন রাহুল গান্ধী। সকলের মন বুঝতে চান, তাঁদের চাওয়া-পাওয়ার কথা জানতে চান, জানতে চান কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে তাঁরা কী ভাবছেন! আর সেই ভাবনার কথা জেনেই রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

এমন গুরুত্বপূর্ণ বৈঠকেই নেই মৌসম বেনজির নুর। তবে ছিলেন তাঁর মামা সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবু। জানা গিয়েছে মৌসম শারীরিক অসুস্থতার কারণেই উপস্থিত থাকতে পারেননি বৈঠকে। তার অনুপস্থিতির পর জল্পনা বাড়তে থাকে, তাঁর অবস্থান নিয়ে। কয়েকদিন আগেই মৌসম ও ডালুবাবুর তৃণমূলে য়োগ নিয়ে গুজব ছড়ায়। যদিও তাঁরা দুজনেই জানান, এসব নিছকই রটনা, তাঁরা কংগ্রেস ছাড়ছেন না।

মৌসম জানিয়েছেন তিনি পায়ের ব্যথায় কাবু বলেই এদিন বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি আগামী সপ্তাহে সংসদে অধিবেশনে যোগ দেবেন। তখনই তিনি দলের সভাপতির সঙ্গে দেখা করবেন। ইতিমধ্যে রাহুল গান্ধীর সঙ্গে তাঁর কথাও হয়েছে।

এদিন মৌসম না থাকলেও ডালুবাবু তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেন। বলেন, বিজেপিকে আটকাতে তৃণমূলের সঙ্গে জোট দরকার। মৌসমেরও ব্যক্তিগত মত তা-ই। সেই কথা তিনি জানিয়েছেন রাহুল গান্ধীকে।

এদিনই ফারাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক রাহুল গান্ধীর সামনে তৃণমূলের সঙ্গে জোটের সওয়াল করেন। সিপিএমের সঙ্গে জোটের কারণেই কংগ্রেসের এই দুর্দিন পশ্চিমবঙ্গে। এরপর ফের যদি সিপিএমের সঙ্গে জোট করা হয় তিনি কংগ্রেসে থাকবেন না বলেও হুঁশিয়ারি দেন।

মৌসম ও ডালুবাবুও তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে, তা যদি না হয়, তখন তাঁরা কী করবেন? তাঁরাও কি তৃণমূলের দিকে পা বাড়াবেন, সেই প্রশ্নই উঠে পড়েছে এদিনের বৈঠকের পর। মোট কথা, লোকসভার আগে বিরোধী ঐক্যে গড়তে গিয়ে বঙ্গ কংগ্রেস আড়াআড়ি দু-ভাগ।

English summary
Mousam Benjir Nur is absent in meeting of Congress President Rahul Gandhi. The speculation of her joining in TMC is increased. Though Mausam informs she is very ill, so she can’t present in meeting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X