For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজোয় কোন কোন রুটে চলবে বাড়তি ট্রেন

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শারোদোৎসবের আনন্দে মাতোয়ারা হতে চলেছে গোটা রাজ্য়। শহর থেকে শহরতলীর রাস্তায় উপচে পড়তে চলেছে ভিড়।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শারোদোৎসবের আনন্দে মাতোয়ারা হতে চলেছে গোটা রাজ্য়। শহর থেকে শহরতলীর রাস্তায় উপচে পড়তে চলেছে ভিড়। কার্যত চতুর্থীর রাত থেকেই শহর কলকাতা মাতবে পুজোর ভিড়ে। আর এই কথা মাথায় রেখে পুজোর সময় বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

 আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শারোদোৎসবের আনন্দে মাতোয়ারা হতে চলেছে গোটা রাজ্য়। শহর থেকে শহরতলীর রাস্তায় উপচে পড়তে চলেছে ভিড়। কার্যত চতুর্থীর রাত থেকেই শহর কলকাতা মাতবে পুজোর ভিড়ে। আর এই কথা মাথায় রেখে পুজোর সময় বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

শারদোৎসব উপলক্ষে অতিরিক্ত ১০ জোড়া ট্রেন চালাবে বলেছে ঠিক করেছে পূর্ব রেলের শিয়ালদহ শাখা। বৃহস্পতিবার পূর্ব রেল তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, উৎসবের ভিড় সামলাতে ১৪ই অক্টোবর থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাতে বিশেষ ট্রেন চালানো হবে। শিয়ালদহের উত্তর শাখার মেন লাইন, বনগাঁ লাইন, ডানকুনি, এবং দক্ষিণ শাখার বারুইপুর এবং বজবজ লাইনে বাড়তি ট্রেনের সুবিধা পাওয়া যাবে। ১৬ই অক্টোবর থেকে ১৯শে অক্টোবর এবং ২৪শে অক্টোবর দুপুর দুটো পর্যন্ত রবিবারের মতো ট্রেন চলবে বলে জানিয়েছে পূর্ব রেল। পাশপাশি ১৬ই অক্টোবর থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ৩৫ মিনিটে এবং ২৪শে অক্টোবর ওই একই সময়ে বারুইপুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ছাড়বে শিয়ালদহ থেকে।

এর আগে, শহরে বাড়তি মেট্রো রেল চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়। পুজোর ভিড় সামলাতে বাড়তি মেট্রো ও ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

English summary
More trains will run during Durga puja .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X