For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের বাজারে ভাঙন! মালদহে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ তিনশো জন নেতা-কর্মীর

শাসক দল তৃণমূল কংগ্রেসের পর এবারে ভাঙন ধরল বিরোধী শিবিরেও। বিজেপি ছেড়ে এবার কংগ্রেসে যোগদান করলেন ৩০০ জন গেরুয়া শিবিরের নেতা-কর্মী।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

শাসক দল তৃণমূল কংগ্রেসের পর এবারে ভাঙন ধরল বিরোধী শিবিরেও। বিজেপি ছেড়ে এবার কংগ্রেসে যোগদান করলেন ৩০০ জন গেরুয়া শিবিরের নেতা-কর্মী। ঘটনাটি ঘটেছে মালদহে। এদিন হবিবপুর ব্লকের জগতজীবনপুর এলাকার বিজেপি নেতা-কর্মীরা দলত্যাগ করেন।

বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ তিনশো জন নেতা-কর্মীর

উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীর হাত ধরেই এদিন এতজন বিজেপি নেতা-কর্মী কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন। ইশা খান এই ঘটনার পর জানিয়েছেন, হবিবপুর ব্লকের মানুষ কংগ্রেসের ওপরই ভরসা রেখেছেন। এবারের নির্বাচনেও তিনি মানুষের সমর্থন পাবেন বলে আশা করছেন কংগ্রেস প্রার্থী।

দলীয় কর্মীদের দল ছাড়া নিয়ে মালদহ জেলা বিজেপির সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, যে কংগ্রেস দলের কোনো ভবিষ্যৎ নেই সেই দলে কেন আমাদের কর্মীরা যাবে? কোনও বিজেপি কর্মী কংগ্রেসে যোগদান করেননি বলে দাবি করে তিনি বলেন, কংগ্রেসে বিজেপি কর্মী যাবে এটা হাস্যকর একটা ঘটনা। জেলা জুড়ে তৃণমূল থেকে কংগ্রেসে আবার কংগ্রেস থেকে টিএমসি দলে যোগদান চলছে। উল্টে তাঁর দাবি, প্রচুর তৃণমূল, বাম ও কংগ্রেসীরা দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে।

English summary
More than 300 BJP supporters joined Congress in Malda before Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X