For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষের সফরের আগে ধাক্কা! মালদহে তৃণমূলে যোগ শ'য়ে শ'য়ে বিজেপি নেতা, কর্মীর

দিলীপ ঘোষের সফরের আগে মালদহে গেরুয়া শিবিরে ফের বড় ধাক্কা। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে ১০০-র বেশি নেতা, কর্মী, সমর্থক। আগামী দিনে এলাকায় তৃণমূলের হাত আরও শক্ত হবে বলে দাবি করেছে স্থানীয় নেতৃবৃ

  • |
Google Oneindia Bengali News

দিলীপ ঘোষের সফরের আগে মালদহে গেরুয়া শিবিরে ফের বড় ধাক্কা। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে ১০০-র বেশি নেতা, কর্মী, সমর্থক। আগামী দিনে এলাকায় তৃণমূলের হাত আরও শক্ত হবে বলে দাবি করেছে স্থানীয় নেতৃবৃন্দ।

হেমতাবাদের বিধায়কের খুনি কে, সবাই জানে! ফের সিবিআই তদন্তের দাবিতে তোপ দিলীপেরহেমতাবাদের বিধায়কের খুনি কে, সবাই জানে! ফের সিবিআই তদন্তের দাবিতে তোপ দিলীপের

২০০ নেতা, কর্মী, সমর্থকের যোগদান তৃণমূলে

২০০ নেতা, কর্মী, সমর্থকের যোগদান তৃণমূলে

মালদহ শহরের বৃন্দাবনী মাঠ সংলগ্ন মুক্তমঞ্চ এলাকায় আদিবাসী দিবস উপলক্ষে কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল। সেই অনুষ্ঠানে জেনার তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাসের হাত ধরে প্রায় ২০০ জন নেতা, কর্মী, সমর্থক তৃণমূলে যোগ দেন।

গাজল ও হরিশ্চন্দ্রপুরে শক্তি বাড়ল তৃণমূলের

গাজল ও হরিশ্চন্দ্রপুরে শক্তি বাড়ল তৃণমূলের

তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এই দলবদলে গাজল ও হরিশ্চন্দ্রপুরে তাদের দলের শক্তি অনেকটাই বাড়ল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ

প্রসেনজিৎ দাস বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মালদহ জেলার যুব কংগ্রেসের দায়িত্ব দিয়েছেন। দলনেত্রীর নির্দেশ মতো একজন সৈনিক হিসেবে তিনি সেই দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন। বিজেপিতে নেতা, কর্মী, সমর্থকরা মর্যাদা না পাওয়ায় এই যোগদান বলে জানিয়েছেন তিনি।

দিলীপ ঘোষের মালদহ সফর

দিলীপ ঘোষের মালদহ সফর

রবিবার থেকে মালদহ সফর শুরু করেছেন দিলীপ ঘোষ। সন্ধেয় সেখানে তিনি সাংগঠনিক সভা করেন। সোমবার তিনি যাবেন হেমতাবাদে। দেখা করবেন অস্বাভাবিক ভাবে মৃত্যু হওয়া দলের বিধায়কের পরিবারের সঙ্গে।

English summary
More than 200 BJP leaders and workers joins TMC in in Malda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X