For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির গড়ে বড় ভাঙন! মন্ত্রীর হাত ধরে শ'য়ে শ'য়ে কর্মীর যোগ তৃণমূলে

বিজেপির গড়ে বড় ভাঙন! মন্ত্রীর হাত ধরে শ'য়ে শ'য়ে কর্মীর যোগ তৃণমূলের

  • |
Google Oneindia Bengali News

এবার বিজেপিতে বড় ভাঙন তাদের গড়েই। প্রায় শ দুয়েক বিজেপি কর্মী মন্ত্রী রত্না ঘোষ করের মাধ্যমে তৃণমূলে যোগ দিলেন। লকডাউন আরও একটু শিথিল হলে, আরও বহু সংখ্যক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবেন বলে দাবি করেছেন তিনি।

চাকদহে শক্তি বাড়ল তৃণমূলের

চাকদহে শক্তি বাড়ল তৃণমূলের

নদিয়ার চাকদহের তাতলা এলাকায় প্রায় শ দুয়েক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে চাকদহ বিধানসভার পাশাপাশি রানাঘাট লোকসভা এলাকাতেও শক্তি বাড়ল তৃণমূলের। এমনটাই দাবি করা হয়েছে শাসকদলের তরফে। প্রসঙ্গত চাকদহ বিধানসভা রানাঘাট লোকসভার অন্তর্গত। যা বিজেপির দখলে।

চাকদহে আগেও বিজেপিতে ভাঙন

চাকদহে আগেও বিজেপিতে ভাঙন

দিন কয়েক আগেও, এই চাকদহেই প্রায় হাজার খানেক বিজেপি কর্মী তৃণমূলে যোদ দিয়েছিলেন। আগামী দিনে বিজেপিতে আরও ভাঙন দেখা যাবে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

তৃণমূলে ভরসা পরিযায়ীদের, দাবি মন্ত্রীর

তৃণমূলে ভরসা পরিযায়ীদের, দাবি মন্ত্রীর

চাকদহের বিধায়ক তথা মন্ত্রী রত্না ঘোষ কর এই দলবদলে মুখ্য ভূমিকা নিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার পরিযায়ীদের নিয়ে রাজনীতি করার তাঁরা ভুক্তভোগী। সেই সেজন্য পরিযায়ীরা ছাড়াও সাধারণ মানুষ তৃণমূলের প্রতি ভরসা রাখছেন।

 গুরুত্বে নারাজ বিজেপি

গুরুত্বে নারাজ বিজেপি

যদিও বিজেপির তরফে এই দলবদলকে কোনও রকমের গুরুত্ব দিতে চাওয়া হয়নি। এই দলবদলে তাদের কোনও ক্ষতি হবে না, দাবি করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে।

বিজেপিতে বড়সড় ভাঙন, লকেটের গড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে ধাক্কা পদ্মশিবিরেবিজেপিতে বড়সড় ভাঙন, লকেটের গড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে ধাক্কা পদ্মশিবিরে

English summary
More than 100 BJP workers joins TMC in Chakdah under Ranaghat Parliamentary Constituency
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X