For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বান্ধবী'র বাড়িতে শিক্ষা দফতরের ডায়েরিতেই রহস্য! অর্পিতা-পার্থের আরও সম্পতির হদিশ

সারদা কাণ্ডে একটি লাল ডায়েরিকে কেন্দ্র করে একাধিক রহস্য তৈরি হয়েছিল। এবার স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগ নিয়েও দুর্নীতি সামনে এসেছে। আর সেই মামলাতে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

  • |
Google Oneindia Bengali News

কালো ডায়েরি'কে কেন্দ্র করে ক্রমশ তৈরি হচ্ছে রহস্য! সারদা কাণ্ডে একটি লাল ডায়েরিকে কেন্দ্র করে একাধিক রহস্য তৈরি হয়েছিল। এবার স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগ নিয়েও দুর্নীতি সামনে এসেছে। আর সেই মামলাতে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বান্ধবী অর্পিতা'র খোঁজ পান তদন্তকারীরা। আর সেখানে তল্লাশি চালিয়ে ইতিমধ্যে ২১ কোটি টাকা'র খোঁজ পেয়েছেন ইডির আধিকারিকরা। উদ্ধার হয়েছে বহু সম্পত্তি।

কালো ডায়েরি ঘিরে রহস্য

কালো ডায়েরি ঘিরে রহস্য

শুধু তাই নয়, একটি কালো ডায়েরি উদ্ধার হয়েছে বলেও খবর। অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের ফ্ল্যাট থেকে সেটি উদ্ধার হয়েছে বলে খবর। আর সেই ডায়েরিকে ঘিরেও তৈরি হচ্ছে রহস্য। কারন সেখানে উচ্চ শিক্ষা দফতরের নাম লেখা আছে বলে দাবি ইডি সূত্রে। ফলে এই ডায়েরি নিয়েই যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে। তবে তাতে কি লেখা আছে তা এখন স্পষ্ট নয়। তবে ওই কালো ডায়েরিতে অনেক কিছু সুত্র লুকিয়ে থাকতে পারে বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

অভিনেত্রী'র বাড়িতে শিক্ষা দফতরের ডায়েরি কেন?

অভিনেত্রী'র বাড়িতে শিক্ষা দফতরের ডায়েরি কেন?

শুক্রবার দিনভর পার্থ চট্টোপাধ্যায়ের বড়ি সহ একাধিক জায়গাতে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। আর সেখান থেকে বান্ধবী অর্পিতার খোঁজ পান তদন্তকারীরা। সেখানে খোঁজ করে ইতিমধ্যে ২১ লাখ টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা। এছাড়াও একাধিক নথি জমির দলিল উদ্ধার হয়। আর এর মধ্যে একটি কালো রঙয়ের ডায়েরি উধার হয়েছে বলেই খবর। সেখানে বিভিন্ন ধরনের হিসাব রয়েছে বলে ইডি সুত্রে জানা গিয়েছে। এমনকি বেশ কিছু টাকার হিসাবও রয়েছে বলে দাবি তদন্তকারীদের। কি সেগুলি সেটাই এখন বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। এমনকি মডেল -অভিনেত্রী'র বাড়িতে শিক্ষা দফতরের ডায়েরি কেন আসবে তা নিয়েও প্রশ্ন ইডির তদন্তকারীদের।

একাধিক সম্পত্তির হদিশ

একাধিক সম্পত্তির হদিশ

অন্যদিকে এদিন আদালতে ইডির আইনজীবী'র দাবি, একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। আর তাতে পার্থ এবং অর্পিতার নাম রয়েছে বলে দাবি। এমনকি পার্থের বাড়ি থেকেও সম্পতির হদিশ মিলেছে বলেও দাবি ইডির। আর তাতেও অপিতার যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি সংস্থার হদিশও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইডি। যার মধ্যে একটি সংস্থার ডিরেক্টর পদে অর্পিতা'র নাম রয়েছে বলে দাবি করা হয়েছে ইডি'র তরফে।

জমি'র দলিল উদ্ধার হয়েছে

জমি'র দলিল উদ্ধার হয়েছে

শুধু তাই নয়, একাধিক জমি'র দলিল উদ্ধার হয়েছে বলেও ইডির তরফে দাবি করা হয়েছে। জানা যাচ্ছে রহস্যের জট খুলতে খুব শীঘ্রই পার্থ এবং অর্পিতাকে মুখোমুখি জেরা করা হবে বলেই খবর। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় এবং বান্ধবী অর্পিতাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্যে আবেদন জানিয়েছে ইডির বিশেষ আদালতে।

English summary
More property found in the name of Partha chatterjee and Arpita mukherjee, One diary found
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X